শিগগিরই ভারতের বাজারে ৩টি নতুন বৈদ্যুতিক এসইউভি আনতে যাচ্ছে টাটা মোটরস। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বাজার প্রতিযোগিতায় এগিয়ে যেতে এবং গাড়ি বিক্রির হার বাড়াতে নতুন বৈদ্যুতিক এসইউভি আনার পরিকল্পনা করছে টাটা মোটরস।
জনপ্রিয় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান শিগগিরই ভারতের বাজারে ৩টি নতুন বৈদ্যুতিক এসইউভি আনতে যাচ্ছে। সেগুলো হচ্ছে: টাটা নেক্সন ইভি ফেসলিফ্ট, টাটা কার্ভ ইভি ও টাটা পাঞ্চ ইভি।
টাটা নেক্সন ইভি ফেসলিফ্ট
বর্তমানে ভারতে এই মডেলটির প্রাইম ও ম্যাক্স ভেরিয়েন্ট সবচেয়ে বেশি জনপ্রিয়। এই জনপ্রিয়তা ধরে রাখতেই এবার এই বৈদ্যুতিক এসইউভিটির ফেসলিফ্ট ভার্সন আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। ফেসলিফ্ট ভার্সনের গাড়িতে ১০ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, নতুন স্টিয়ারিং হুইলসহ আরও একাধিক ফিচারের পরিবর্তন আনছে টাটা মোটরস।
টাটা কার্ভ ইভি
আধুনিক সাব-ফোর-মিটার গাড়িটি এক্স১ প্ল্যাটফর্মের একটি পরিবর্তিত সংস্করণ। এটি টাটার জেন-২ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। এ ছাড়া এই মডেলটিতে একটি ব্যাটারি প্যাক যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। যার কারণে এটি একবার চার্জ দেয়া হলে এর ব্যবহারকারী প্রায় ৪০০ কিলোমিটার পথ নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবেন।
যদিও এই গাড়িটি বাজারে ছাড়ার সময় এটির বিষয়ে বিশদ বিবরণ প্রকাশ করবে টাটা মোটরস, তবে গত বছরের এপ্রিলে এই গাড়িটির ডিজাইন প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।
টাটা পাঞ্চ ইভি
মাইক্রো এসইউভির বাজারে টাটা পাঞ্চ একটি সুপরিচিত গাড়ি। এবার এটির বৈদ্যুতিক মডেল আনতে প্রস্তুত টাটা মোটরস। ফলে শিগগিরই এই মডেলটি পাঞ্চ ইভি নামে পরিচিতি পেতে যাচ্ছে। এটির বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাক কনফিগারেশনের ফিচার রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এই মডেলটি টাটার জিপট্রন টেকনোলজি দ্বারা চালিত হবে বলেও জানা গেছে।
তা ছাড়া এই বৈদ্যুতিক মাইক্রো এসইউভিতে বিভিন্ন ড্রাইভ মোড ও রিজেনারেশনের লেভেলের পাশাপাশি টেলিমেটিক্স চালিত জি কানেক্টও থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।