যেখানে আজও বিক্রি হয় টাটা ন্যানো গাড়ি

টাটা ন্যানো গাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের টাটার তৈরি জনপ্রিয় গাড়ি ন্যানো। এই গাড়ির উদ্ভাবক রতন টাটা। যিনি সবচেয়ে কম দামে গ্রাহকদের হাতে গাড়ির চাবি তুলে দিয়ে চেয়েছিলেন। তার স্বপ্ন সত্যি হয়েছিল। কিন্তু গুণগত মানে এই গাড়ি বেশিদিন বাজার টিকতে পারেনি।

টাটা ন্যানো গাড়ি

অবাক করার মতো টাটার তৈরি ন্যানো গাড়ি এখনো বিক্রি হয়। তবে নতুন নয়, পুরনো বা সেকেন্ড হ্যান্ড গাড়ি।

ভারতে সেকেন্ড গাড়ির বাজারে এখনো বিক্রি হয় টাটা ন্যানো। দাম ৩ লাখ থেকে ৫ লাখ রুপি। তবে পেট্রোল বা ডিজেল নয়, ব্যাটারিতে। রতন টাটার প্রিয় গাড়িটির অন্য রূপ দিয়েছে একটি প্রতিষ্ঠান।

বছরের পর বছর ধরে সস্তা ও টেকসই গাড়ির দৌড়ে বহু চার চাকাই ভরসা জুগিয়েছে। কিন্তু, এ কথা অস্বীকার করা যায় না, অসংখ্য ভারতীয়দের মনে দাগ কাটতে পেরেছে টাটা ন্যানো। অবশ্যই এই গাড়ির দাম একটি বড় ফ্যাক্টর। কিন্তু তাও, এটির কম্প্যাক্ট সাইজ এবং ভালো জ্বালানি দক্ষতা গাড়িটিকে বাকিদের থেকে আলাদা করে তুলেছিল।

রতন টাটার খুব প্রিয় গাড়ি ছিল এই টাটা ন্যানো। বর্তমানে এটির উৎপাদন বন্ধ হলেও কিনতে পারছেন অনেকেই। সেকেন্ড গাড়ির মার্কেটে পাওয়া যাচ্ছে এই চার চাকা। তবে টাটা ন্যানো নামে নয়, কিংবা জ্বালানি ইঞ্জিনের সঙ্গেও নয়। গাড়িটি বেচা হচ্ছে ব্যাটারির সঙ্গে, বৈদ্যুতিক রূপে।

যেই সংস্থা গাড়িটি বানাচ্ছে তাদের নাম জায়েম। তামিলনাড়ুর এই ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়েছে খোদ টাটা। গাড়িটির নাম রাখা হয়েছে জায়েম নিও। বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লির মতো শহরে বিক্রি হচ্ছে এই চার চাকা।

অটোমোবাইল সংবাদ মাধ্যম অটোকারের রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে রাইড শেয়ারিং কোম্পানি ওলাকে ৪০০টি এইরকম টাটা ন্যানো বানিয়ে দিয়েছিল জায়েম।

ঐশ্বরিয়ার প্রথম বিয়ে গাছের সঙ্গে, সত্যিটা জানলে চমকে যাবেন আপনি

এই গাড়িতে রয়েছে ১৭ কিলোওয়াট ওয়ারের ব্যাটারি প্যাক, সঙ্গে বৈদ্যুতিক মোটর। যা সবমিলিয়ে ২৭ হর্সপাওয়ার এবং ৬৮ এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িটি ফুল চার্জে ১৩০ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে ৫.৮ সেকেন্ড সময় নেয় এই চার চাকা। বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্যও কেনা যাবে এই গাড়ি।