আন্তর্জাতিক ডেস্ক : মধ্যবিত্তদের জন্য এবারে নতুন সুখবর নিয়ে আসতে চলেছে টাটা। অনেকে শখের বসে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়ি কিনলেও, এখন তেলের মূল্য বৃদ্ধি যেভাবে শুরু হয়েছে তাতে গাড়ি চালানো দায়ের হয়ে উঠেছে।
সেই কারণে সব সময় ভেবেচিন্তে এখন গাড়ি কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের কথা ভেবেই এবারে ভারতের মাটিতে নতুন অবতারে আসতে চলেছে টাটা ন্যানো ইলেকট্রিক। খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Tata Nano Ev। আর এই গাড়ি লঞ্চ হলে তা সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে দেশের বাজেট মূল্য গাড়ি কোম্পানি মারুতি সুজুকির সাথে।
টাটা ন্যানোর এই নতুন অবতার ডিজেল এ নয় বরং চলবে ইলেকট্রিকের সাহায্যে। মাত্র কয়েক ঘণ্টা চার্জ দিলেই ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে পারবেন আপনি এই গাড়িতে। এই গাড়িতে থাকবে স্পোর্টি লুক, যা কমবয়সী যুবক যুবতীদের ব্যাপক আকর্ষণ করতে পারে। টাটা ন্যানো ইলেকট্রিকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে বড় সাইজের অ্যালয় হুইল দেওয়া হবে। এছাড়া এতে থাকবে সমকালীন সমস্ত উন্নত প্রযুক্তি।
ন্যানো ইলেকট্রিক গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগ, ৬ স্পীকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোজ, ইবিডি সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি সহ একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম।
এই ইলেকট্রিক গাড়িতে ১৫.৫ kwh এর লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হবে। আর এর মোটর BLDC প্রযুক্তি সাপোর্ট করে। এই গাড়ি ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টায় দৌড়াতে পারে। আর এই গাড়ি একবার সম্পূর্ণ চার্জে ৩০০ কিমি চলবে। এই গাড়ির দাম ও লঞ্চ সমন্ধে কোম্পানি কিছু অফিসিয়াল না জানালেও, মিডিয়া রিপোর্ট বলছে যে এই ইলেকট্রিক গাড়ির দাম প্রায় ৫ লাখ টাকা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।