বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরস শিগগিরই বাজারে সাশ্রয়ী দামে নতুন ইলেকট্রিক গাড়ি আনছে। মডেল টাটা পাঞ্চ ইভি। এই মডেল আগে পেট্রোল ভার্সনে পাওয়া যেত। আগামীতে ব্যাটারি সংস্করণে আসবে।
গাড়িটি লঞ্চ হবে চলতি বছরেই। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু বিগত দিনে গাড়িটিকে বেশ কয়েকবার রাস্তায় দেখা গিয়েছে পরীক্ষার জন্য।
অটোমোবাইল রিপোর্ট অনুযায়ী, টিয়াগোতে যে ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে সেই ক্ষমতার কমবেশি ব্যাটারি প্যাক পাঞ্চ গাড়িতেও দেখা যেতে পারে। সেই অনুযায়ী এটি ফুল চার্জে রেঞ্জ দিতে পারবে ৩০০ থেকে ৩২০ কিলোমিটার। থাকতে পারে ২৮ কিলোওয়াটের ব্যাটারি প্যাক।
টাটা পাঞ্চ পেট্রোল ভার্সনটি চারটি ভেরিয়েন্টে পাওয়া যা। বৈদ্যুতিক ভার্সনেও সেই একই দৃশ্য দেখা যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী, গাড়ির বেস ভেরিয়েন্টের সম্ভাব্য দাম ভারতে 12 লাখ রুপি। টপ-এন্ড মডেলের দাম রাখা হতে পারে ১৪ লাখ ৬০ হাজার রুপি।
টাটা পাঞ্চ ইভি কেমন গাড়ি?
ঠিক পেট্রোল মডেলের মতো ইলেকট্রিক পাঞ্চেও মিলতে পারে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জার ইত্যাদি।
এই গাড়িতে দেখা যেতে পারে সানরুফ। গাড়ির সঙ্গে চার্জিংয়ের জন্য ৩.৩ কিলোওয়াট আওয়ার অথবা ৭.২ কিলোওয়াট আওয়ারের চার্জার দেওয়া হতে পারে।
টাটা পাঞ্চ ইভি ছাড়াও কোম্পানির লাইনআপে ইতিমধ্যে একাধিক ইলেকট্রিক গাড়ি রয়েছে। যেমন – টাটা নেক্সন ইভি, টাটা নেক্সন ফেসলিফ্ট ইভি, টাটা টিয়াগো ইভি, টাটা টাইগর ইভি ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।