একবার চার্জ দিলে চলবে টানা ৫০ কিমি, দুর্দান্ত ফিচারে নতুন চমক দিল টাটা

TATA Stryder Contino ETB 100

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি এবার গ্রাহকদের জন্য দুর্দান্ত ই-বাইক নিয়ে এলো ‘টাটা’ সংস্থা। তাদের দাবী এই বাইক একবার চার্জ দিলে নাকি ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এটি চালাতে কোনো রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। তাই যারা সাইকেলিং করতে পছন্দ করেন বা পরিবেশের প্রতি সচেতন তারা এই বাইক কিনতে পারেন।

TATA Stryder Contino ETB 100

এই ই-বাইকের নাম ‘TATA Stryder Contino ETB 100’। যেখানে রয়েছে ৩৮ মিমি টেলিস্কোপিক সাসপেনশন এবং ৬০৬১ অ্যালয় হার্ডটেইল ফ্রেম। অন্ধকার রাস্তায় চলার সুবিধা করার জন্য চাকার সামনে রয়েছে লাইট। এছাড়াও এই বাইকে রয়েছে ডিসপ্লে যেখানে ব্যাটারীর চার্জসহ অন্যান্য বিষয় দেখা যায়। এখানেই শেষ নয় উভয় চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।

সিরিয়ালে শাড়ি পরে থাকলেও বাহিরে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী

যদি ব্যাটারীর কথা বলি তাহলে এতে রয়েছে ৪৮ ভি লিথিয়াম আয়ন ব্যাটারী প্যাক। যেখান থেকে ২৫০ ওয়াট ক্ষমতা সরবরাহ হয়। সংস্থার দাবী ফুল চার্জ দিলে এই বাইক ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং এটির সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা।

দাম: ৩৮,৫৯৯ টাকা।