বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় বাজারে উচ্চ মাইলেজ, দুর্দান্ত ফিচার্স এবং পকেটসুলভ মূল্যের গাড়ির জনপ্রিয়তা বরাবরই বেশি। এই তালিকায় ‘টাটা টিয়াগো’ অতি পরিচিত একটি নাম। আর এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই গাড়িটি সিএনজি, ইলেকট্রিক ও পেট্রোল তিনটি ভার্সনেই উপলব্ধ রয়েছে বাজারে। আজ আমরা ‘টাটা টিয়াগো ইভি’ নিয়ে আলোচনা করবো এই প্রতিবেদনে। এটি সম্পূর্ণ ভাবেই একটি পারিবারিক গাড়ি।
যেখানে বাচ্চাদের জন্য সিটবেল্ট, জলের বোতল রাখার জায়গা উপস্থিত রয়েছে পেছনের সিটে। এছাড়াও এতে রয়েছে ২৪০ লিটার বুট স্পেস। যার দ্বারা এটাই স্পষ্ট যে দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে জিনিসপত্র রাখা নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না। এই গাড়িতে ১৯.২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারীপ্যাক দেওয়া হয়েছে।
সম্পূর্ণ চার্জ হতে যা সময় নেয় মাত্র ৫৭ মিনিট। এতে মূলত একটি ১৫A সকেট চার্জার দেওয়া হয়েছে। সম্পূর্ণ চার্জে গাড়িটি ২৫০ কিলোমিটার রেঞ্জ দেয় এবং এতে সর্বোচ্চ শক্তি উৎপন্ন হয় ৬০.৩৪ থেকে ৭৩.৭৫ বিএইচপি।
অন্যদিকে যদি আমরা অন্যান্য বৈশিষ্ট্য দেখি তাহলে এতে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার-প্লে, এবিএস, রিয়ার ভিউ ক্যামেরা ইত্যাদি। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৮.৬৯ লক্ষ টাকা থেকে। যেখানে এই গাড়ির টপ মডেলের দাম ১১.৯৯ লক্ষ টাকা। এটি মূলত ভীষণই জনপ্রিয় একটি গাড়ি, যেখানে দুর্দান্ত কালার অপশন পেয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।