বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতের টাটা মোটরসের অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি বাজারে আসছে এই বছরই। যার মডেল টাটা কার্ভ। পেট্রোল-ডিজেলের পাশাপাশি ইভিতেও লঞ্চ হবে এই গাড়ি। এই মডেল টাটাদের অন্যতম বড় লঞ্চ হতে চলেছে। চলতি বছর গাড়িটি উন্মোচন করেছে সংস্থা। টাটা কার্ভে থাকবে কূপ ডিজাইন এবং গুচ্ছের স্মার্ট ফিচার্স। আর কী কী স্পেসিফিকেশন থাকবে জেনে নিন।
ইভির পাশাপাশি পেট্রোল এবং ডিজেল একাধিক বিকল্পে পাওয়া যাবে টাটাদের নতুন গাড়ি কার্ভ। টাটা মোটরসের সবথেকে বড় লঞ্চ হতে পারে এই গাড়ি। যদিও এটি ২০২৪ সালের প্রথমার্ধেই লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু, এখন শোনা যাচ্ছে বছরের শেষের দিকে আসবে। এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই গাড়ি প্রথম ইভিতে লঞ্চ হবে। তারপর পেট্রোল এবং ডিজেল ভ্যারিয়েন্ট লঞ্চ হবে।
টাটা কার্ভ ইভি আসছে সেপ্টেম্বরে
সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে টাটা কার্ভ ইভি। ইলেকট্রিক ভার্সনে গাড়িটি সিঙ্গেল চার্জে ৪৫০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এই চার চাকা টাটাদের নতুন জেনারেশন ২ অ্যাক্টি ডট ইভি আর্কিটেকচারের উপর তৈরি হবে। থাকবে একাধিক কানেক্টিভিটি ফিচার্স।
কী ইঞ্জিন ও ফিচার্স?
ইভির পর লঞ্চ হবে পেট্রোল এবং ডিজেল ভার্সন, পেট্রোলের ক্ষেত্রে নতুন ১.২ লিটার তিন সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হবে। সঙ্গে থাকবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন। ডিজেলের ক্ষেত্রে নেক্সনের ১.৫ লিটার চার সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার করতে পারে এই গাড়ি।
ইভি, পেট্রোল এবং ডিজেল ছাড়াও টাটা কার্ভের সিএনজি ভ্যারিয়েন্টও লঞ্চ হতে পারে ভারতে। আয়তনের দিক দিয়ে এই গাড়ি টাটা নেক্সনের থেকে ৩১৩ মিলিমিটার লম্বা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।