লাইফস্টাইল ডেস্ক : ইলিশ কেনার আগ্রহটা সবার মধ্যে এখন একটু বেশি। তবে ইলিশ মাছ সদ্য ধরা বা টাটকা কিনা তা নিশ্চিত হতে চান সবাই। কিন্তু চেনার উপায় না জানায় যারা নতুন-পুরনো ইলিশ চেনেন তারা প্রতারিত হচ্ছেন না। তবে যারা নতুন-পুরনো চেনেন না, তারা ঠকছেন।
ইলিশ মাছটি সদ্য ধরা কিনা বুঝতে রঙ দেখতে হবে। মাছের ফুলকা (কান) ও চোখ দেখতে হবে। সদ্য ধরা গলে রঙ হবে চকচকে রুপালি। পিঠের কালো অংশ হবে সুরমা রঙের। কালো চোখ থাকবে এবং ফুলকা থাকবে লাল।
ইলিশ যদি টাটকা হয় তাহলে শক্ত থাকবে। অনেক সময় ইলিশ বিক্রেতারা যেভাবে রাখেন, সেখাবেই বাঁকা হয়ে থাকে। এটিই সদ্য ধরা ইলিশ। ইলিশ যদি বাসি হয় তাহলে তা নরম থাকে। ধরলেই দুপাশ দিয়ে ঝুলে পড়ে।
ইলিশ কেনার ক্ষেত্রে উজ্জ্বলতা বড় বিষয় নয়। কারণ পদ্মা ও মেঘনার ইলিশ ছাড়া অন্য ইলিশ উজ্জ্বল হয় কম। নদীর ইলিশ চকচকে ও বেশি রুপালি। সাগরের ইলিশ কম উজ্জ্বল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।