আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধে কিছুটা শান্ত সুরে অবস্থান নিয়েছেন। তিনি দেশটির ওপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে জানিয়ে দিয়েছেন, মার্কিন ফেডারেল ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা নেই তার। এর ফলে বিশ্ববাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্বর্ণের দাম ইতোমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় ৩ শতাংশ কমে এসেছে। বুধবার (২৩ এপ্রিল) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৩ হাজার ৫০০ দশমিক ৫ ডলার থেকে নেমে এসেছে ৩ হাজার ২৮১ দশমিক ৬ ডলারে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) তা প্রায় ৪ লাখ ৩৫৫ টাকা, আর প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার টাকা।
অন্যদিকে, মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ দশমিক ১ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১ হাজার ৮৮০ টাকা।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণার পর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বেড়েছে। একইসঙ্গে ফেডারেল রিজার্ভ প্রধানকে নিয়ে অতিরিক্ত কোনো পদক্ষেপ না নেওয়ার ঘোষণাতেও বাজারে স্বস্তি ফিরে এসেছে এবং ডলারের দাম আবার বাড়তে শুরু করেছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট রয়টার্সকে বলেন, “আমি বিশ্বাস করি, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কার্যকর আলোচনা এগিয়ে নিতে হলে উভয় পক্ষেরই শুল্ক হ্রাস করা উচিত।”
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, স্বর্ণ হয়ে উঠেছে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ আশ্রয়ের বিকল্প। সেই সঙ্গে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও স্বর্ণের চাহিদা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ২৬ শতাংশেরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।