বিনোদন ডেস্ক : গেলো ১২ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএ-২০২৩। এই আসরে সর্বোচ্চ ৯টি পুরস্কার জিতে নিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট। এ নিয়ে তার ভিএমএ পুরস্কারের সংখ্যা ২৩। তার সামনে কেবল গায়িকা বিয়ন্সে রয়েছেন, যার পুরস্কার ৩০টি।
কিন্তু পুরস্কার নিতে এসে দুঃখজনক ঘটনার সাক্ষী হলেন টেইলর সুইফট। তার মূল্যবান একটি হীরা খোয়া গেছে অনুষ্ঠানে। যেটার দাম ১২ হাজার ডলার বা ১৩ লাখ টাকার বেশি।
নিউ জার্সিতে আয়োজিত জমকালো ওই অনুষ্ঠানে কালো রঙের একটি গাউন পরে হাজির হন টেইলর সুইফট। সঙ্গে পরেছিলেন এক লাখ ৬০ হাজার ডলারের অলঙ্কার। এর মধ্য একটি আংটিতে থাকা হীরার টুকরো ভেঙে পড়ে যায়। ওই মুহূর্তে সুইফট বসে ছিলেন দর্শক সারিতে।
বিষয়টি খেয়াল করতেই চিন্তিত হয়ে পড়েন সুইফট। সহকারীকে ডেকে জানান, আশেপাশের লোকজনও এগিয়ে আসে হীরাটি খুঁজতে। সেই মুহূর্তের ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে হারিয়ে যাওয়া হীরাটি গায়িকা শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন কিনা, তা জানা যায়নি।
ভিএমএ-২০২৩ আসরে ‘অ্যান্টি-হিরো’ গানের জন্য সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ভিডিও, বেস্ট ডিরেকশন, বেস্ট সিনেমাটোগ্রাফি, বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস ও ভিডিও অব দ্য ইয়ারের পুরস্কার পান টেইলর সুইফট। তিনিই একমাত্র সংগীতশিল্পী, যিনি ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কারটি চারবার জিতেছেন। এছাড়া এই আসরে তিনি আর্টিস্ট অব ইয়ারের পুরস্কারও পেয়েছেন।
অনুভূতি প্রকাশে টেইলর বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। যেহেতু এটা ভক্তদের ভোটে দেওয়া পুরস্কার, সুতরাং আমার কাছে এর গুরুত্ব অনেক বেশি। এই রাতে আমি শুধু এটুকুই বলতে চাই যে, ধন্যবাদ সবাইকে। আমি আপ্লুত। আমার ভক্তদের ধন্যবাদ। তোমাদের খুব ভালোবাসি আমি।’
প্রসঙ্গত, টেইলর সুইফট বর্তমানে তার বিখ্যাত ‘এরা’স ট্যুর’ চালিয়ে যাচ্ছেন। এই ট্যুরের অংশ হিসেবে মোট ১৪৬ কনসার্ট করবেন তিনি। কনসার্টগুলো নিয়ে দর্শকের যে উন্মাদনা, তাতে বলা হচ্ছে, এটি ইতিহাসের সবচেয়ে সফল মিউজিক ট্যুরের রেকর্ড গড়বে। যা আমেরিকার অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। সূত্র: পিপল ম্যাগাজিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।