বিনোদন ডেস্ক : সপ্তাহান্তে নোবু রেস্টুরেন্টে দেখা মিলেছিল জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের। কালো কোট ও একই রংয়ের স্কার্ট, সঙ্গে নিজের আইকনিক লাল লিপস্টিক, এতেই সবার নজর কেড়েছেন এই পপ গায়িকা। নান্দনিক আউটফিটের বাইরে সুইফটের আঙুলে দেখা মিলেছে একটি আংটির। আর এতেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি বাগদান সেরে ফেলেছেন এই গায়িকা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
দীর্ঘদিন ধরেই এনএফএল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন সুইফট। গুঞ্জন উঠেছিল তারা বাগদান সেরে বিয়ের পথে রয়েছেন। এবার সুইফটের আঙুলে আংটি বিয়ের গুঞ্জনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
পাকিস্তানি গণমাধ্যমটি জানিয়েছে, সুইফটের আঙুলে যে ইনফিনিটি আংটির দেখা মিলেছে, সেটি চিরন্তন অঙ্গীকারের প্রকাশ। ধারণা করা হচ্ছে, সে আংটি প্রাক-বাগদানের সময় কেলসের দেওয়া।
এবারই অবশ্য প্রথম নয়, একই ধরনের আংটি সুইফট পড়েছিলেন এরাস ট্যুরে। সে সময় ইনফিনিটি ব্রেসলেটও পড়েছিলেন তিনি, যেটি তার সাবেক প্রেমিক জো দিয়েছিলেন।
২০২৩ সাল থেকে চুটিয়ে প্রেম করছে সুইফট ও ট্রাভিস। বিষয়টি দুজনে স্বীকারও করেছেন। খুব শিগগিরই তারা সম্পর্কে নতুন নাম দিবেন এমন আশা করছেন সুইফট প্রেমীরা।
গত মাসে সুইফটের জন্মদিন উপলক্ষে তাকে এক লাখ ৭৫ হাজার ডলার মূল্যের জুয়েলারি উপহার দিয়েছিলেন ট্রাভিস। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। সম্প্রতি ট্রাভিস নিজের পডকাস্ট অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে কথা বলেন। সেখানে দ্রুতই তার বিয়ের সানাই বাজবে বলে জানান এই এনএফএল তারকা।
ট্রাভিস ও সুইফটের ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, এই যুগল তাদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস ও কমিটেড। চলতি বছরেই তারা বাগদান সারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।