গানের দুনিয়ার রাজত্ব তাঁর হাতে। সমসাময়িক নারী শিল্পীদের মধ্যে জনপ্রিয়তা ও সম্পদে টেলর সুইফট অপ্রতিদ্বন্দ্বী। তবু সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক পাওয়ার লড়াইয়ে লিওনেল মেসির সামনে তাঁকেও নিতে হলো পরাজয়।
গতকাল বাগ্দানের ঘোষণা দিয়েছেন টেলর সুইফট ও তার প্রেমিক এনএফএল ফ্র্যাঞ্চাইজি কানসাস সিটি চিফসের তারকা ট্র্যাভিস কেলসে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি। ভক্তদের উচ্ছ্বাসে শিগগিরই মিলিয়ন মিলিয়ন লাইক জমা হতে শুরু করে সুইফটের পোস্টে। কিন্তু পরিসংখ্যান বলছে, মেসির বিশ্বকাপজয়ের পোস্টকে ছাপিয়ে যেতে এখনো তাঁকে অপেক্ষা করতে হচ্ছে।
কাতার বিশ্বকাপের ফাইনাল জয়ের পরদিন ১৯ ডিসেম্বর ২০২২ ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করেছিলেন মেসি। মাত্র ৪০ মিনিটে সেই পোস্টে জমা হয় এক কোটি লাইক। বিপরীতে, সুইফটের বাগ্দানের পোস্টে একই সংখ্যক লাইক পেতে সময় লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সময়ের সঙ্গে হয়তো এই ব্যবধান কমে আসতে পারে। বর্তমানে মেসির পোস্টে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৭ কোটি ৪৫ লাখ। অন্যদিকে সুইফটের বাগ্দানের পোস্টে প্রথম তিন ঘণ্টায় জমেছে দেড় কোটি লাইক। ১৩ ঘণ্টার মাথায় তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৫৮ লাখে।
দুই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সুইফট ও কেলসে। এর আগে ২০২৩ সালে বুয়েনস এইরেসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাঁদের ঘনিষ্ঠতা। এ ছাড়া গত বছর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্ত্রী আন্তোনেল্লাকে নিয়ে সুইফটের কনসার্টেও হাজির হয়েছিলেন মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।