বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে একদিকে যেমন স্মার্টফোনের জনপ্রিয়তা বেড়ে চলেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেঁক ব্র্যান্ড TCL পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে। কোম্পানির পক্ষ থেকে আমেরিকায় TCL Flip 4 5G ফোন লঞ্চ করা হয়েছে। এই ফিচার ফোনে ক্লাসিক ক্ল্যামশেল ডিজাইনের সঙ্গে মডার্ন 5G কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট ফিচার ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
TCL Flip 4 5G ফোনের দাম
TCL Flip 4 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। আমেরিকায় এই ফোনের দাম $79.99 রাখা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 6,600 টাকা।
আমেরিকায় এই ফোনটি T-Mobile এবং Metro by T-Mobile এর মাধ্যমে সেল করা হবে।
ভারত সহ অন্যান্য বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
TCL Flip 4 5G ফোনের স্পেসিফিকেশন
ডিজাইন এবং ডিসপ্লে
TCL Flip 4 5G ফোনে ক্লাসিক ক্ল্যামশেল ডিজাইন রয়েছে, এটি অনেকটা পুরনো ফিচার ফোনের মতোই দেখতে। ফোনটির বাইরের দিকে 1.77-ইঞ্চির ছোট একটি স্ক্রিন দেওয়া হয়েছে, এতে ইউজাররা নোটিফিকেশন, টাইম এবং কল অ্যালার্ট দেখতে পারবেন। ফোনের ভেতরের দিকে 3.2-ইঞ্চির LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এতে দৈনন্দিন কাজের জন্য সুন্দর ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে বড় ফিজিক্যাল কীবোর্ড রয়েছে, এতে টেকটাইল ফীডব্যাক এবং শর্টকাট কী দেওয়া হয়েছে।
প্রসেসর এবং সফটওয়্যার
এই ফোনে Qualcomm Snapdragon 4s Gen 2 প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটি KaiOS 4.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।
স্টোরেজ
TCL Flip 4 5G ফোনে 2GB RAM রয়েছে, এটি ফিচার ফোনের টাস্কের জন্য যথেষ্ট। এতে 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় 23.9GB মেমরি ইউজাররা ব্যাবহার করতে পারবেন। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ বাড়ানোও যায়।
ক্যামেরা
এই ফোনের ব্যাক প্যানেলে 5MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। বেসিক ফটোগ্রাফি এবং ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে এই ক্যামেরা সুন্দর কাজ করে।
ব্যাটারি
এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 3000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 40 ঘণ্টা পর্যন্ত টকটাইম এবং দুই দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। ফোনটি মাত্র দুই ঘণ্টার চেয়েও কম সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যায়।
অন্যান্য ফিচার
TCL Flip 4 5G ফোনে MP3 এবং FLAC ফরম্যাট সাপোর্টেড মিউজিক প্লেয়ার দেওয়া হয়েছে। এই ফোনে FM রেডিও ফিচার রয়েছে, জার ফলে ইন্টারনেট কানেকশন ছাড়াও বিনোদন পাওয়া যাবে। এই ফোনে ক্যালেন্ডার, ক্যালকুলেটর এবং নোটসের মতো বিভিন্ন অ্যাপ রয়েছে। KaiOS থাকার কারণে TCL Flip 4 5G ফোনে Google Maps, YouTube, Email এবং ওয়েব ব্রাউজারের মতো বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপ সাপোর্ট রয়েছে। ফোনটির ডুয়েল মাইক্রোফোনের সঙ্গে এতে নয়েস ক্যানসেলেশন ফিচার যোগ করা হয়েছে, ফলে কলের সময় ক্লিয়ার অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যায়। একই সঙ্গে HD Voice সাপোর্টের সঙ্গে আরও সুন্দর আওয়াজ উপভোগ করা যায়। এই ফোনে 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি
TCL Flip 4 5G ফোনের নাম দেখেই বোঝা যাচ্ছে ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে 4G LTE, Wi-Fi (802.11 a/b/g/n/ac), Bluetooth 5.0 এবং Wi-Fi হটস্পট ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি GSM, LTE এবং 5G NR নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করে। এছাড়াও ফোনটি চার্জিঙের জন্য এতে USB Type-C পোর্ট যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।