চুলের যত্নে চায়ের লিকার

লাইফস্টাইল ডেস্ক : শ্যাম্পু শেষে চুল ভালো করে ধুয়ে নিন পানি দিয়ে। একদম শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার আগে লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেবেন। ব্ল্যাক টি কিংবা গ্রিন টি এর লিকার ব্যবহার করতে পারেন চুল ধোয়ার জন্য।

সিম্পল এই টেকনিকটি আপনার চুলকে উপকৃত করবে অনেকভাবে।

৭টি খাবার খালি পেটে খেলেই বেশি উপকার

* চুলে চমৎকার রঙিন আভা নিয়ে আসে।
* শুষ্ক চুলে ফেরাবে প্রাণ।
* চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
* চুল করে সিল্কি ও নরম।
* চুল পড়া কমায়।
* চুলের গোড়ায় পুষ্টি জোগায়। ফলে চুল বাড়ে দ্রুত।

সঙ্গীর মিথ্যা ধরতে ৩টি কৌশল