জুমবাংলা ডেস্ক : বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত আরও ১৮৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদফতর থেকে তাদের এমপিও কার্যকর করে আদেশ জারি করা হয়েছে।
১৮৩ জনের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ১৩৩ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৪০ জন ও কৃষি ডিপ্লোমা শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া নতুন শিক্ষক-কর্মচারীদের এমপিও ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। এ তালিকায় গত কয়েক মাসে কমিটি মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধান ও বেশ কয়েকবছর আগে নিয়োগ পাওয়া শিক্ষকরা রয়েছেন। এমপিও অনুমোদন কমিটির ৩১ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।