আন্তর্জাতিক ডেস্ক : হামেশাই বিভিন্ন সংস্থায় কাজ করার ক্ষেত্রে আমরা শুনতে পাই টিমওয়ার্ক কথাটি। বসরা বারবার নির্দেশ দেন টিম ওয়ার্ক করে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে বসেরা বার বার এমন কথা বললেও প্রতিযোগিতার এই বাজারে সেই টিম ওয়ার্ক খুব একটা দেখা যায় না।
বরং প্রতিযোগিতার বাজারে এই টিম ওয়ার্কের পরিবর্তে নিজেদের টিমের ছেলে মেয়েদের মধ্যেই শুরু হয় পরনিন্দা পরচর্চা। সেই জায়গায় কিভাবে টিম ওয়ার্ক করতে হয় তা দেখিয়ে দিল একদল ছাগল। পাশাপাশি ভাইরাল হওয়া এই ভিডিও দেখিয়ে দিচ্ছে অনুকরণ।
অনুকরণ হলো এক ধরনের আচরণ, যে আচরণ এক প্রাণী থেকে অন্য প্রাণীতে চলে যায়। ঠিক সেই রকমই সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিওতে যে ছাগলের দলকে দেখা গিয়েছে তাদের যেমন টিমওয়ার্ক করতে দেখা গিয়েছে ঠিক তেমনি সঠিকভাবে অনুকরণ করতেও দেখা গিয়েছে। যে কারণে এই ভিডিওটির ক্যাপশনেও লেখা হয়েছে, ‘টিমওয়ার্ক কাকে বলে’।
ভাইরাল হওয়া ওই ভিডিওটি দেখে স্পষ্ট, ভিডিওটি অতিবৃষ্টির পর কোন মুহূর্তে ক্যামেরাবন্দি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নদী নালা জলাশয়ের উপর দিয়ে উপচে পড়া জল। সেই জলের কারণে ব্রিজের উপর দিয়ে তীব্র বেগে জল বইছে। এমন পরিস্থিতিতে একদল ছাগল এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য দারুন পন্থা বেছে নিয়েছে।
दूसरों को स्थान देकर ही,
आप आगे बढ़ सकते हैं pic.twitter.com/N0kybVtLrq— Dipanshu Kabra (@ipskabra) July 11, 2022
ওই ছাগলগুলি রাস্তার পাশে থাকা কংক্রিটের ব্লক, যেগুলি জলে ডুবেনি তার ওপর দিয়ে এক এক করে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। সারিবদ্ধভাবে নিয়ম মেনে তারা এইভাবে নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই ভিডিওটি যেমন টিম ওয়ার্কের একটি উদাহরণ দেয় ঠিক তেমনি আবার নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রেও উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।