বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল ব্র্যান্ড টেকনো উন্মোচন করেছে ‘ক্যামন ২০’ মডেলের স্মার্টফোন। নতুন সিরিজে থাকছে দুটি মডেল। একটি ক্যামন ২০ প্রো। অন্যটি ক্যামন ২০। ভবিষ্যৎ ভোক্তাদের কথা বিবেচনায় দুটি মডেলই ডিজাইন করা হয়েছে। যা স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথম ক্যামন পাজল ডিকনস্ট্রাকশনিস্ট ডিজাইনে নির্মিত। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড। আছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
বৈশিষ্ট্য: ক্যামন ‘২০ প্রো’ ও ক্যামন ‘২০’ মোবাইল দুটির বৈশিষ্ট্য হলো দুটি ফোনেই ৬৪ মেগাপিক্সেল আরজিবিডাব্লিউ সেন্সরের নাইট পোট্রেট ক্যামেরা। স্বল্প আলোর সীমাবদ্ধতা কাটিয়ে স্বচ্ছতা ও প্রাণবন্ত ছবি তুলতে সহায়ক। সিরিজের সব ফোনেই আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দৃষ্টিনন্দন সব ছবি তুলতে পারবেন ন্যাচারাল বিউটি ইফেক্ট ও দারুণ ডিটেইলিংয়ে।
ক্যামন ২০ প্রো মডেল
৬ ন্যানোমিটারের হেলিও জি৯৯ প্রসেসর আর ক্যামন ২০ ফোনটি হেলিও জি৮৫ প্রসেসর সমৃদ্ধ। দুটি ফোনেই আছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। মাল্টিমিডিয়া ফাইল সংরক্ষণ ও ভালো পারফরম্যান্সে সহায়ক।
অ্যান্ড্রয়েড ১৩ সংস্করণের সঙ্গে টেকনোর হাইওএস ১৩ ইউজার ইন্টারফেসের কারণে ক্যামন ২০ মডেলে বিরতিহীন সেবা পাওয়া যাবে। আইপি ফিফটিথ্রি রেটিংয়ের ফোন সীমিত আকারে ধুলা ও পানি থেকে সুরক্ষা দেয়। পাওয়ার ব্যাকআপে দুটি মডেলেই আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ক্যামন ২০ মডেল প্রিডন ব্ল্যাক, সেরিনিটি ব্লু (ম্যাজিক স্কিন) ও গ্লেসিয়ার গ্লো রঙে পাওয়া যাচ্ছে। অন্যদিকে ক্যামন টোয়েন্টি প্রো ফোনটি সেরিনিটি ব্লু ও প্রিডন ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।