বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আবারও নতুন স্মার্টফোন লঞ্চ করল টেকনো। কোম্পানির সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম টেকনো ক্যামন ১৮টি Tecno Camon 18T। আপাতত এই এন্ট্রি-লেভেলের ফোনটি নিয়ে আসা হয়েছে পাকিস্তানের মার্কেটের জন্যই। এই লেটেস্ট টেকনো ক্যামন ১৮ সিরিজ মোট তিনটি ভিন্ন কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এই প্রসেসর পেয়ার করা থাকছে একটি মাত্রই RAM ভ্যারিয়েন্ট এবং ১২৮জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
একনজরে দেখে নিন Tecno Camon 18T ফোনটির স্পেসিফিকেশনস : ডুয়াল-সিম সাপোর্টেড (ন্যানো) এই টেকনো ক্যামন ১৮টি ( Tecno Camon 18T) ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক HiOS 8 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।
এই লেটেস্ট টেকনো স্মার্টফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন ১০৮০X২৪৬০ পিক্সেলস। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস ৫০০ নিটস। এছাড়াও ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য এই ফোনে একটি হোল-পাঞ্চ কাটআউট দেওয়া হয়েছে।
পারফরম্যান্সের দিক থেকে টেকনো ক্যামন ১৮টি স্মার্টফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা রয়েছে ৪জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮জিবি অনবোর্ড পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেওয়া হচ্ছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং আর একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই টেকনো ক্যামন ১৮টি ( Tecno Camon 18T) ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর, যাতে ডুয়াল ফ্ল্যাশ সাপোর্টও রয়েছে।
কানেক্টিভিটি অপশনের দিক থেকে টেকনো ক্যামন ১৮টি ( Tecno Camon 18T) ফোনে রয়েছে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, জিপিআরএস, এফএম রেডিও এবং ওটিজি। সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে, জি-সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ডিসট্যান্স সেন্সর। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য এই ফোনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও এই ফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, AI ভয়েস অ্যাসিস্টান্ট সাপোর্ট।
অত্যন্ত শক্তিশালী একটি ৫,০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে। টেকনো ক্যামন ১৮টি ( Tecno Camon 18T) ফোনের চার্জার ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনটির আয়তন ১৬৮.৮৬X৭৬.৬৭X৮.৯৫mm।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।