বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এর মঞ্চে দাঁড়িয়ে টেক ব্র্যান্ড টেকনো তাদের নতুন মোবাইল ফোন হিসাবে Tecno Camon 30 Premier 5G পেশ করেছে। এটি বিশ্বের প্রথম PolarAce Imaging system সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এই ফোনের ক্যামেরা অতুলনীয় এবং স্পেসিফিকেশন দুর্দান্ত। এই ফ্ল্যাগশিপ টেকনো ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5জি ফোনে সেলফি তোলা, রিল তৈরি করা এবং ভিডিও কল করার জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা Eye-Trace টেকনোলজি সাপোর্ট করে।
ফোনটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর সহ সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 70 মিমি ফোকাল লেংথ এবং 60x হাইব্রিড জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 50 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
টেকনো ক্যামন 30 প্রিমিয়ার ফোনটি PolarAce Imaging system সাপোর্টেড বিশ্বের প্রথম স্মার্টফোন। এতে অ্যাডভান্স এআই ইমেজিং সহ Sony Imaging Chip CXD5622GG দেওয়া হয়েছে। ক্যামন 30 প্রিমিয়ার ইন্ডাস্ট্রির প্রথম 4K 30fps HDR ভিডিও রেকর্ডিং এর ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন।
Tecno Camon 30 Premier 5G এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5জি ফোনটিতে 1264 x 2780 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এই ওএলইডি ডিসপ্লে এলটিপিও প্যানেল দিয়ে তৈরি এবং এই ডিসপ্লে টেকনোলজি দিয়েই কোম্পানির Phantom V Flip এবং V Fold ফোনগুলিও তৈরি। এই স্ক্রিন 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5জি ফোনে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই স্মার্টফোনটিতে এআরএম মালি-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: টেকনো এই ফোনটিতে 12জিবি র্যাম যোগ করেছে। এই মোবাইলটি 12জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। যার ফলে ফোনের ফিজিক্যাল র্যামের সঙ্গে যুক্ত হয়ে 24জিবি পর্যন্ত র্যামের পারফরমেন্স দিতে সক্ষম। এই ফোনে 512জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে আশা করা হচ্ছে এই ফোনটি বাজারে একাধিক ভেরিয়েন্টে সেল করা হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Camon 30 Premier 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 70 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এতে USB Type-C পোর্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।