বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে আসছে টেকনোর নতুন দুই স্মার্টফোন— Camon 40 এবং Camon 40 Pro। ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত এই ফোন দুটি প্রি-অর্ডার করার সুযোগ থাকবে। প্রি-অর্ডারের সঙ্গে থাকছে এক্সক্লুসিভ উপহারও— Camon 40 কিনলে পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক, আর Camon 40 Pro কিনলে থাকছে Tecno Watch 3।
Table of Contents
দুইটি ফোনেই রয়েছে শক্তিশালী এআই ফিচার, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং আধুনিক ডিজাইন। IP66/IP68/IP69 রেটিংযুক্ত ওয়াটারপ্রুফ প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে ব্যবহারকারীদের দিবে অনবদ্য স্মার্টফোন অভিজ্ঞতা।
ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি: মুহূর্ত ধরে রাখার নতুন সংজ্ঞা
উন্নত ‘ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ’ বাটন ব্যবহার করে খুব দ্রুতগতির ও চলমান অবজেক্টের ছবি তুলতে পারবেন। এতে রয়েছে ১/১০৯৩৫ সেকেন্ড পর্যন্ত আল্ট্রা-ফাস্ট শাটার স্পিড, যা অনেক প্রফেশনাল ক্যামেরার চেয়েও বেশি। যেখানে অধিকাংশ প্রফেশনাল ক্যামেরায় শাটার স্পিড থাকে ১/৮০০০ সেকেন্ড।
দুটি ক্লিকেই চালু হয়ে যাবে এই ফিচার, এবং এআই ও অটোস্ন্যাপ প্রযুক্তি মিলে স্বয়ংক্রিয়ভাবে বেছে নেবে সবচেয়ে ভালো ফ্রেম।
বহুমুখী এআই ফিচার: স্মার্ট ব্যবহার সহজতর করে
Camon 40 সিরিজে রয়েছে একাধিক স্মার্ট AI ফিচার:
- AI ফুল-লিংক কল অ্যাসিস্ট্যান্ট
- AI স্টুডিও: AI Eraser 2.0, AI Image Extender, AI Sharpness Plus, AI Perfect Face, AIGC Portrait 2.0
- AI প্রোডাক্টিভিটি ফিচার: AI Writing, AI Translate, AI Circle Search
- AI ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট
টেকনো ক্যামন ৪০ সিরিজের স্পেসিফিকেশন সংক্ষেপে:
- শক্তিশালী প্রসেসর
- ৫ বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি পারফরম্যান্স সার্টিফিকেশন
- ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি + ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
- ৫০ মেগাপিক্সেলের সনি LYT-700C আল্ট্রা নাইট ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
- এআই স্ন্যাপ সেন্সর ফিচার
দাম এবং প্রাপ্যতা:
- Tecno Camon 40: ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
- Tecno Camon 40 Pro: ২৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)
ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, থাকছে লিকুইড মেটাল হিঞ্জ প্রযুক্তি
প্রি-অর্ডার করতে প্রস্তুত তো? ১০ এপ্রিল থেকেই শুরু হচ্ছে অফিশিয়াল বুকিং— দেরি না করে উপহারসহ আপনার পছন্দের ক্যামন ৪০ সিরিজের ফোনটি বুক করুন এখনই!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।