বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সাথে কোলাবোরেশনের মাধ্যমে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। এই পার্টনারশিপের অধীনে টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন এবং স্পার্ক ৩০ বাম্বলবি এডিশন এই দু’টি ফোন লঞ্চ করেছে।
নতুন সংস্করণের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরম্যান্স, সাথে দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। এছাড়া, এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন এবং উন্নত এই আই ক্যামেরা।
স্মার্টফোনটিতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সহ ৩৩ ওয়াট ফাস্ট এআই চার্জিং সুবিধা, ১২০ হার্জ এফএইচডি+ অ্যামোলেড স্ক্রীনের ৬.৭৮” ডিসপ্লে। রয়েছে মিডিয়াটেক লেটেস্ট হেলিও জি১০০ প্রসেসর (অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ) এবং ১২৮ জিবি রম + ১৬ জিবি র্যাম (৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড)।
এছাড়া, স্পার্ক ৩০ প্রো ফোনে থাকছে ৩x লসলেস অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ২০,৯৯৯/- এবং ১৭,৯৯৯/- টাকা (ভ্যাট প্রযোজ্য)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।