বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো তাদের অত্যন্ত সুন্দর কনসেপ্ট ফোনের থেকে পর্দা সরিয়ে নিয়েছে। এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে Tecno Phantom Ultimate নামে পেশ করা হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনে দুই তরফা রোলেবল স্ক্রিন যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনের স্ক্রিন রোল হয়ে সামান্য বড় হয়ে যায়।
ব্র্যান্ডের তরফ থেকে এই ফোনের একটি ভিডিওও জারি করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই কনসেপ্ট ফোন সম্পর্কে। আরও পড়ুন: চীনে লঞ্চ হল iQOO Z8 এবং iQOO Z8x, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোম্পানি Tecno Phantom Ultimate সম্পর্কে তথ্য শেয়ার করেছে। লিঙ্কে ক্লিক করে Tecno Phantom Ultimate ফোনটি দেখতে পারেন।
Tecno Phantom Ultimate কনসেপ্ট ফোনের সবচেয়ে বড় ফিচার এই ফোনের ইউনিক পদ্ধতিতে রোল হয়ে স্ক্রিনের সাইজ পরিবর্তন করতে পারে।
ভিডিওতে দেখা যাচ্ছে এই ফোনটি মাত্র 1.2 থেকে 1.3 সেকেন্ডের মধ্যে ডিসপ্লে 6.55 ইঞ্চি থেকে বাড়িয়ে 7.11 ইঞ্চি করতে সক্ষম। এই ফিচারের জন্য Tecno Phantom Ultimate ফোনে সিঙ্গেল ড্রাইভ মোটর সিস্টেম যোগ করা হয়েছে।
ফোনের ওপরের প্যানেলে ডানদিকে অবস্থিত একটি বাটন প্রেস করে স্ক্রিনের এই মাপ পরিবর্তন করা যায়।
Tecno Phantom Ultimate এর স্পেসিফিকেশন : নতুন রোলেবল Tecno Phantom Ultimate ফোনটিতে 7.11 ইঞ্চির অন-সেল এলটিপিও AMOLED প্যানেল রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 2,296 x 1,596 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি 388 পিপিআই। এতে 100 শতাংশ DCI-P3 কালার গামুট সাপোর্ট ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির ডিজাইন অত্যন্ত পাতলা। এটি মাত্র 9.93 এমএম চওড়া। এই ফিচারগুলি ছাড়া এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে অন্য কোন ডিটেইলস সম্পর্কে জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।