বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো গ্লোবাল বাজারে তাদের দুটি ফোল্ড স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। এই ফোনদুটি প্রথমে Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 নামে ঘানাতে লঞ্চ করা হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনদুটির প্রি-অর্ডার এবং লুক সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি গত বেশ কিছু দিন ধরে এই দুটিফোন সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হচ্ছিল। এবার ফোনটি অফিসিয়ালি লঞ্চের জন্য প্রস্তুত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Tecno Phantom V Fold 2 এবং Tecno Phantom V Flip 2 স্মার্টফোনগুলি সম্পর্কে।
Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 এর গ্লোবাল লঞ্চ কনফার্ম : টেকনো ঘানাতে তাদের Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 স্মার্টফোনদুটি লঞ্চের ঘোষণা করেছে। এই ফোনদুটির প্রি-অর্ডার 19 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত চলবে।
উপরোক্ত তারিখ অনুযায়ী যেসব ইউজাররা Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 স্মার্টফোনদুটি প্রি-অর্ডার করবেন, তাদের জন্য GHS 3000 টাকা দামের একটি বিনামূল্যের উপহার দেওয়া হবে। এর মধ্যে ব্লুটুথ স্পিকার ও ফ্লাস্ক সহ একটি গিফট বক্স, ট্র্যাভেল ব্যাগ এবং ওয়াচ 3 রয়েছে।
একইসঙ্গে ইউজারদের 6 মাসের জন্য 15GB MTN ডেটা, 180 দিনের স্ক্রীন বীমা এবং 12+1 মাসের বেশি ওয়ারেন্টি দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 স্মার্টফোনদুটি সম্পর্কে স্পেসিফিকেশন জানানো হয়নি, তবে শীঘ্রই জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Tecno Phantom V Fold 2 এবং Phantom V Flip 2 এর ডিজাইন : উপরক্ত সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী Tecno Phantom V Fold 2 ফোনটিতে পিছনের দিকে একটি আয়তাকার মডিউল দেওয়া হয়েছে। এই ফোনদুটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ছবিতে একটি স্টাইলাসও দেখা গেছে। যার ফলে মনে করা হচ্ছে ফোনটি স্টাইলাস সাপোর্ট করবে।
Tecno Phantom V Flip 2 ফোনের ছবিতে বড় কভার ডিসপ্লে দেখা গেছে। একইসঙ্গে ভার্টিকাল প্যাটার্নে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
TECNO Phantom V Fold 2 এবং V Flip 2 এর সম্ভাব্য ডিটেইলস : গুগল প্লে কনসোল এবং গীকবেঞ্চ সাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Tecno Phantom V Fold 2 ফোনটিতে MediaTek Dimensity 9000+ চিপসেট দেওয়া হতে পারে।
TECNO Phantom V Fold 2 স্মার্টফোনটিতে প্রায় 12GB RAM দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। TUV লিস্টিং অনুযায়ী ফোল্ড মডেলটিতে 5610mAh (2973 mAh + 2637 mAh) ডুয়েল ব্যাটারি দেওয়া হতে পারে।
বাজার কাঁপাতে আসছে iPhone 16 Pro, সঙ্গে থাকছে আকর্ষণীয় যত চমক
Tecno Phantom V Flip 2 স্মার্টফোনটি 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। FCC সার্টিফিকেশন সাইট অনুযায়ী Phantom V Flip 2 ফোনটিতে ডুয়েল ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। এই ব্যাটারি 4590mAh হবে বলে আশা করা হচ্ছে। চার্জিঙের জন্য Tecno Phantom V Flip 2 ফোনটিতে 70W সাপোর্ট দেওয়া হতে পারে। TECNO Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনটি Android 14 OS সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।