বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : TECNO দুই দিন আগে ভারতের মার্কেটে মাত্র ৯,২৯৯ টাকা দামে 3GB RAM যুক্ত Tecno Spark 8 স্মার্টফোন লঞ্চ করেছিল। কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চ করার জন্য অতি পরিচিত ব্র্যান্ড টেকনো আজ আন্তর্জাতিক মঞ্চে Tecno Pop 5C নামের একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। প্রথমেই জানিয়ে রাখি, এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন যা Android Go অপারেটিং সিস্টেমে কাজ করে।
Tecno Pop 5C এর স্পেসিফিকেশন : কোম্পানি নতুন Tecno Pop 5C ফোনটি চওড়া বেজলযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে এবং এতে টাচ নেভিগেশন কী সহ স্ক্রিন যোগ করা হয়েছে। এই ফোনে 854 x 480 পিক্সেল রেজলিউশনযুক্ত 5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের ওপর দিকে ফ্রন্ট ফ্ল্যাশযুক্ত সেলফি ক্যামেরা ও মাইক্রোফোন আছে। এই ফোনটির ডায়মেনশন 145.20 × 74.05 × 9.85 এমএম এবং ওজন 150 গ্ৰাম মাত্র।
Tecno Pop 5C ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে সমস্ত গুগল গো অ্যাপ সাপোর্ট করে যা কম র্যাম ও স্টোরেজেও স্মুথ পারফরম্যান্স দেয় এবং ব্যাটারি ও ইন্টারনেটও সাশ্রয় করে। এছাড়া এই ফোনটি Unisoc SC7731E চিপসেটে রান করে। এই ফোনে কোম্পানি 1 জিবি র্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।
ফোটোগ্ৰাফির জন্য Tecno Pop 5C এর ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 2 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 2,400 এমএএইচের ব্যাটারি যোগ করা হয়েছে। Tecno Pop 5C ফোনটি Lake Blue ও Dark Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
Tecno Spark 8 এর স্পেসিফিকেশন : কোম্পানির পক্ষ থেকে Tecno Spark 8 ফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনের সর্বোচ্চ ব্রাইটনেস 480nits ও পিক্সেল ডেনসিটি 269ppi। Tecno Spark 8 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের ‘গো’ এডিশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Android Go এডিশন থাকার ফলে কম র্যাম ও স্টোরেজ এবং হালকা প্রসেসর দেওয়া সত্ত্বেও ফোনটি স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি ও ইন্টারনেট ডেটা বাঁচানোর জন্য এই ফোনে গুগলের বিভিন্ন ‘গো’ আ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য Tecno Spark 8 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। কোয়াড এলইডি লাইটের সঙ্গে এই ফোনের ব্যাক প্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি QVGA লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Tecno Spark 8 ফোনটি 4জি এলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম হেডফোন জ্যাক ও বেসিক কানেক্টিভিটির পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটির রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের প্লেসমেন্ট একটু অন্য ধরনের করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 8 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।