বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লেসহ বাজারে এসেছে টেকনোর নতুন স্মার্টফোন, টেকনো পপ ৬ প্রো। গত জুনে বাজারে আসা টেকনো পপ ৬ ফোনের উত্তরসূরি টেকনো পপ ৬ প্রো। ডিভাইসটির বাজার মূল্য ধরা হয়েছে ৮ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার টাকা।
কোয়াডকোর প্রসেসরের টেকনো পপ ৬ প্রো ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। টিয়ারড্রপ নচ ডিজাইনের ডিসপ্লের রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড ১২ গো।
ফটোগ্রাফির জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা। ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে আছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
২ জিবি র্যামের টেকনোর নতুন এই ফোন রয়েছে ৩২ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটের ব্যবস্থা আছে। ফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে।
ফোরজি কানেক্টিভিটির ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। রয়েছে ১০ ওয়াটের ফাস্ট চার্জার। কানেক্টিভিটি অপশনে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক।
একনজরে টেকনো পপ ৬ প্রোএর স্পেসিফিকেশন
ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে
প্রসেসর: কোয়াডকোর প্রসেসর
র্যাম: ২ জিবি
স্টোরেজ: ৩২ জিবি
ব্যাক ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
চার্জার: ১০ ওয়াট ফাস্ট চার্জিং
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।