বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো ভারতীয় বাজারে তাদের নতুন এবং সস্তা TECNO POP 9 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটি দাম 10,000 টাকা থেকে কম রাখা হবে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে অনলাইন শপিং সাইট আমাজনে ফোনটির মাইক্রো সাইড লাইভ করে দিয়েছে। এর মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক TECNO POP 9 5G ফোনটির লঞ্চ ডেট, ফিচার এবং লুক ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 24 সেপ্টেম্বর TECNO POP 9 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। আমাজন মাইক্রোসাইট অনুযায়ী আপকামিং ফোনটি 10,000 টাকা থেকে কম দামে সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি তরুণ ইউজারদের জন্য তৈরি করা হয়েছে, কারণ ফোনটিতে শক্তিশালী প্রসেসর, হাই স্পীড এবং অসাধারণ ফিচার দেওয়া হয়েছে।
TECNO POP 9 5G ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ রিং এলইডি লাইট রয়েছে। তবে ফোনটির ফ্রন্ট প্যানেল ফ্ল্যাট সহ সেলফি ক্যামেরা জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও ডানদিকে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। মাইক্রোসাইট অনুযায়ী ফোনটির সাথে দুটি স্কিন দেওয়া হবে। এর মাধ্যমে ফোনটির ব্যাক প্যানেল একদম অন্যরকম দেখতে লাগবে।
TECNO POP 9 5G এর স্পেসিফিকেশন (কনফার্ম)
ডিসপ্লে: আমাজন মাইক্রো সাইড অনুযায়ী TECNO POP 9 5G ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ এইচডি প্লাস রেজোলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হবে।
স্টোরেজ: ফোনটিতে 4GB RAM +4GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হবে। একইসঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। ক্যামেরা: মাইক্রোসাইট অনুযায়ী TECNO POP 9 5G ফোনটিতে 48 মেগাপিক্সেল সনি আইএমএক্স582 AI প্রাইমারি সেন্সর থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এই সেগমেন্টে প্রথম বার দেওয়া হবে।
অন্যান্য: TECNO POP 9 5G ফোনটিতে আইপি54 রেটিং, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস, ডুয়েল সিম 5G, ওয়াইফাই এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে। এছাড়া টেকনো মাইক্রোসাইট অনুযায়ী 4 বছরের ল্যাগ-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।