Tecno Pova 6 5G: 108MP ক্যামেরা নিয়ে শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে!

Tecno Pova 6 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড টেকনো তাদের POVA সিরিজের নতুন স্মার্টফোন Tecno Pova 6 5G শীঘ্রই লঞ্চ করতে চলেছে। যদিও এখনও কোম্পানির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে লিক হওয়া ফিচার এবং ছবি থেকে জানা গেছে যে, এই ফোনে থাকবে 108MP ক্যামেরা, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, এবং শক্তিশালী ব্যাটারি। নতুন লঞ্চটি Tecno Pova 6 Pro ও Tecno Pova 6 Neo 5G এর সঙ্গে একই সিরিজের অন্তর্ভুক্ত হতে পারে।

Tecno Pova 6 5G

লুক এবং ডিজাইন
Tecno Pova 6 5G ফোনটি দেখতে অনেকটাই টেকনো Spark 20 Pro এর মতো। ফোনের পেছনে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে থাকবে তিনটি লেন্স এবং একটি ফ্ল্যাশ। ফোনটির ডান দিকে ভলিউম বাটন ও পাওয়ার বাটন থাকবে, এবং ফ্রন্টে থাকবে পাঞ্চ-হোল ডিসপ্লে। সিম স্লট, স্পিকার এবং ইউএসবি পোর্টও সন্নিবেশিত থাকবে।

স্পেসিফিকেশন (লিক)
এই ফোনে থাকবে 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা, যা 3x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। স্ক্রিনে থাকবে 120Hz রিফ্রেশ রেট এবং 6.5 ইঞ্চি ডিসপ্লে। ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ বাজারে আসবে, এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি থাকবে।

POCO M7 5G: দুর্দান্ত সব ফিচার নিয়ে শীঘ্রই আসছে, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Pova 6 Pro দাম
ভারতে 19,999 টাকা (8GB RAM + 256GB) এবং 21,999 টাকা (12GB RAM + 256GB) এ পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.78 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর, 12GB পর্যন্ত RAM এবং 108MP ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি 6000mAh এবং 70W ফাস্ট চার্জিং সাপোর্টেড।