বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 (MWC 2024) এর মঞ্চে দাঁড়িয়ে তাদের একটি অসাধারণ স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে। এই ফোনটি Tecno Pova 6 Pro নামে পেশ করা হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই এই ফোনটি ভারত সহ অন্যান্য বাজারে সেল করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। নিচে লেটেস্ট Tecno Pova 6 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Tecno Pova 6 Pro এর ডিজাইন : Tecno Pova 6 Pro ফোনটি মিটিওরাইট গ্রে এবং কমেট গ্রীন কালারে পেশ করা হয়েছে। পোভা 6 প্রোতে সেমি-ট্রান্সপ্যারেন্ট ডিজাইন আছে, টেকনো এটিকে ডায়নামিক-টেক বলে জানিয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ইউনিক টেক্সচার এবং এলইডি লাইট রয়েছে। একে ডায়নামিক-লাইট এফেক্ট বলা হচ্ছে। রেয়ার প্যানেলে তিনটি ক্যামেরা লেন্স ওএলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে, এর চারদিকেও এলইডি রয়েছে। এই ফোনটির ডিজাইন বেশ অন্য ধরনের। এখন দেখতে হবে বাজারে আসার পর এই ফোনটি কতটা জনপ্রিয় হয়ে ওঠে।
ডিসপ্লে: Tecno Pova 6 Pro-তে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশরেট, 2160Hz PWM রেট রয়েছে। ফোনটির স্ক্রীনের বেজেলস মাত্র 1.3 মিমি চওড়া। এটি একটি বাজেট ফোন হিসেবে আসতে চলেছে এবং এই দিক থেকে দেখলে এতে ইউজাররা দারুণ এক্সপেরিয়েন্স পেতে চলেছে।
প্রসেসর: Tecno Pova 6 Pro-তে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালি-জি57 এমসি2 জিপিইউ দেওয়া হয়েছে।
স্টোরেজ: বাজারে Tecno Pova 6 Pro 5G ফোনটির দুটি কম্বিনেশন পেশ করা হয়েছে। এতে 8GB র্যাম এবং 12GB র্যামের সাথে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর সঙ্গে এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট সহ 12GB পর্যন্ত র্যাম বাড়ানো যায়, ফলে এই ফোনে 24GB পর্যন্ত র্যাম উপভোগ যায়।
ক্যামেরা: Tecno Pova 6 Pro-তে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর এবং একটি AI ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিং এর জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স এবং ডুয়াল-টোন LED ফ্ল্যাশ রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno ফোনটিতে 6000mAh ব্যাটারি রয়েছে। এটি দ্রুত চার্জ করার জন্য USB Type-C পোর্ট সহ 70W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের দাম শেয়ার করা হয়নি। তবে Tecno Pova 6 Pro ফোনটি এই মাসের শেষের দিকে ভারত, ফিলিপাইনস এবং সয়দি আরবে সেল করা হতে পারে। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকাতে ফোনটির সেল শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।