বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Tecno মোবাইল এবার নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে সেই ফোনটি হল Tecno Pova Neo। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে বেশ উন্নত এবং আলাদা কনফিগার সেই তুলনায় মূল্য দেওয়া হয়েছে অনেকটাই কম।
ফিচারের তুলনায় মূল্য কম থাকার কারণে অনেকেই আগ্রহী হবে এই ফোনটি ক্রয় করতে। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে উন্নতমানের প্রসেসরসহ নানাবিধ সুবিধা। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির বিস্তারিত সকল তথ্য।
Tecno Pova Neo মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬৪০ পিক্সেল। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ২৬৩। ডিভাইসটি হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৭১.৪X৭৭.৩X৯.১ মিলিমিটার।
Tecno Pova Neo ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও পি ২২ ১.৮ হিগাহার্জ করটেক্স- এ৫৩ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে পাওয়ার ভি আর জি ই ৭৩২০। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৪ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে।
এছাড়াও ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। Tecno Pova Neo মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে ভালই দেওয়া হয়েছে।
Tecno Pova Neo স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১৩ মেগাপিক্সেলের ও অপরটি এখনো জানা যায়নি। এছাড়া সাথে দেওয়া হয়েছে কোয়াড এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেল এর। সাথে থাকছে ডুয়েল ফ্ল্যাশ।
উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, বোকেশ, এ আই ক্যামেরা, স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। টেকনো পোভা নিও মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৫,৪৪৭ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।