বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লঞ্চের দিনক্ষণের সঙ্গেই এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছে সংস্থাটি। এই ফোনে থাকবে MediaTek Dimensity 810 চিপসেট। সঙ্গে থাকবে 6,000 mAh ব্যাটারি। আর কী থাকবে? দেখে নিন।
পুজোর আগেই ফের সস্তায় নতুন স্মার্টফোন ভারতে লঞ্চ হবে। সম্প্রতি এই ঘোষণা করেছে Tecno Mobile। বুধবার এক টুইটে কোম্পানির তরফে Tecno Pova Neo 5G লঞ্চের দিনক্ষণ জানানো হয়েছে। 23 সেপ্টেম্বর লঞ্চ হবে এই 5G ফোন। লঞ্চের পরে এটাই হতে পারে কোম্পানির সবথেকে সস্তা 5G ফোন। লঞ্চের দিনক্ষণের সঙ্গেই এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশনও প্রকাশ্যে এনেছে সংস্থাটি। এই ফোনে থাকবে MediaTek Dimensity 810 চিপসেট। সঙ্গে থাকবে 6,000 mAh ব্যাটারি। চলতি বছরেই ওয়াটার ড্রপ নচ ও ডুয়াল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল Tecno Pova Neo -র 4G ভেরিয়েন্ট। সেই ফোনে ব্যবহার হয়েছিল MediaTek Helio G25 চিপসেট।
টুইটারে Tecno Mobile -এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে Tecno Pova Neo 5G ফোনে থাকবে MediaTek Dimensity 810 চিপসেট। 6 nm প্রসেসে এই প্রসেসর তৈরি হয়েছে। এছাড়াও এই 5G ফোনে রয়েছে 6,000 mAh ব্যাটারি। Teno Mobile -এর তরফ থেকে জানানো হয়েছে 23 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই ফোন।
চলতি বছর জানুয়ারিতে বাজারে এসেছিল Tecno Pova Neo 4G। লঞ্চের সময় সেই ফোনের দাম ছিল 12,999 টাকা। 6 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোনের 4G ভেরিয়েন্ট কেনা যাবে। নীল, কালো ও ধূসর রঙে কেনা যাবে Tecno Pova Neo 4G।
5G ভেরিয়েন্টেও 4G ভেরিয়েন্টের মতোই ফিচার থাকবে। Tecno Pova Neo 4G -তে Android 11 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির HiOS 7.6 স্কিন। এই ফোনে রয়েছে 6.8 ইঞ্চি HD+ ডিসপ্লে। থাকছে DotNotch। এই ফোনের 4G ভেরিয়েন্টে রয়েছে MediaTek Helio G25 প্রসেসর। সঙ্গে রয়েছে 6 GB LPDDR4X RAM। MemFusion ফিচার ব্যবহার করে ফোন স্টোরেজ থেকে অতিরিক্ত 5GB RAM ব্যবহার করতে পারবেন। 5G ভেরিয়েন্টে ব্যবহার হবে MediaTek Dimensity 810 প্রসেসর।
Tecno Pova Neo 4G ভেরিয়েন্টে রয়েছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 13 MP সেন্সর। সঙ্গে রয়েছে কোয়াড LED ফ্ল্যাশ। 128 GB eMMC 5.1 স্টোরেজ দিয়েছে Tecno।
কালো হট ড্রেসে মুম্বাইয়ের অনুষ্ঠানে পাওলি দাম, তুমুল ভাইরাল ছবি
সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক অথেনটিকেশন। 6,000 mAh ব্যাটারির সঙ্গেই এই ফোনে রয়েছে 18 W ফাস্ট চার্জ সাপোর্ট। 5G ভেরিয়েন্টেও 6,000 mAh ব্যাটারি ও 18 W ফাস্ট চার্জিং থাকবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। তবে এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি Tenco। মনে করে হচ্ছে লঞ্চের পরে এটাই হতে পারে কোম্পানির সবথেকে সস্তা 5G ফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।