রাতে সবুজ, সকালে গোলাপি! প্রথমবারের মত কালার চেঞ্জিং স্মার্টফোন আনলো টেকনো

Tecno Spark 10 pro magic magenta Edition

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকাল নানা লুকের নানান ফিচারের ফোন.. কোনোটার ক্যামেরা তাকলাগানো তো কোনটার প্রসেসর। সাথে রয়েছে বিভিন্ন কালার অপশন। যদি কোন ফোনের সব রংই আপনার পছন্দ হয়ে যায়! ভাবছেন তো এক অন্যায় আবদার.. কিন্তু বর্তমানে এটাও সম্ভব পছন্দের ফোনে সবকটি রঙে কিনে আনতে পারবেন একসাথে। কারণ এবার এই অসম্ভবকে সম্ভব করেছে টেকনো।

Tecno Spark 10 pro magic magenta Edition

এই সংস্থা তাদের জনপ্রিয় Spark 10 সিরিজের অধীনে যুকান্তকারী প্রযুক্তির সাথে Tecno Spark 10 pro magic magenta Edition নামে একটি লিমিটেড এডিশন মডেল লঞ্চ করেছে। যা বিশ্বের প্রথম “লুমিনাস ইকো লেদার” টেকনোলজি দিয়ে সজ্জিত। যার মূল আকর্ষণ রং বদলের ক্ষমতা। ফোনটির ইকো লেদারের ব্যাকপ্যানেল রং পরিবর্তন করতে সক্ষম যা তাকে আকর্ষণীয় করে তুলেছে।

Tecno Spark 10 pro magic magenta Edition- এটি হলো ইন্ডাস্ট্রির প্রথম স্মার্টফোন যার ইকো লেদার ব্যাক প্যানেলে উজ্জ্বল রঙের পরিবর্তন পরিলক্ষিত করা যাবে। আলোকিত ইকো লেডার প্রযুক্তির সাহায্যে ডিভাইসটি আলোকে শোষণ এবং রূপান্তর করে উজ্জ্বল ম্যাজেন্টা থেকে ফ্লুরোসেন্ট আভাতে পরিবর্তন করে।

তবে কেবল রং নয় বৈশিষ্ট্যের দিক থেকেও যথেষ্ট আপডেটেড এই ফোনটি। ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যুক্ত এই ফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, আল্ট্রা হাই রেজোলিউশন অফার করে। উন্নত পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক অক্টোকর হেলিও জি৮৮ গেমিং প্রসেসর। রয়েছে ১৬ জিবি Ram এবং ২৫৬ জিবি স্টোরেজ।

যমজ সন্তান হওয়ার সম্ভাবনা আছে কি না, যেভাবে বুঝবেন

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের হাইরেজোলিউশন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়াও ১৮ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত পাঁচ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি অফার করবে ফোনটি। তবে এই নয়া এডিশন ফোনের দাম এখনো ঘোষণা হয়নি।