কমমূল্যে ১৬ জিবি র‌্যামের সুবিধা, বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন

TECNO Spark

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গতকাল টেকনো ভারতের বাজারে তাদের স্পার্ক সিরিজের পরিধি বাড়িয়ে একটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 10,499 টাকা দামে Tecno Spark 20 লঞ্চ করা হয়েছে।

TECNO Spark

এই ফোনে 32MP Selfie এবং 50MP Back Camera সহ Memory Fusion টেকনোলজি ব্যাবহার করে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই পোস্টে লেটেস্ট TECNO Spark 20 এর ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং সেল সম্পর্কে জানানো হল।

TECNO Spark 20 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: এই সনে পাঞ্চ হোল ডিজাইনের স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত এইচডি+ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক হেলিও জি35 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Tecno Spark 20 ফোনে 8GB RAM যোগ করা হয়েছে। এতে 8GB ভার্চুয়াল RAM রয়েছে যার ফলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মেমরি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য Tecno Spark 20 ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 20 ফোনে 10 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যান্য: জল ও ধুলো থেকে সুরসার জন্য এতে আইপি53 রেটিং রয়েছে। এছাড়া সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য এতে ডুয়েল ডিটিএস স্পিকার দেওয়া হয়েছে।

লিথুয়ানিয়ার ভিসার আবেদন করার নিয়ম

বাজারে TECNO Spark 20 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8GB RAM + 256GB স্টোরেজ সহ এই ফোনের দাম রাখা হয়েছে 10,499 টাকা। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি আমাজনে Black, Gold, White এবং Blue আলারে সেল করা হবে। এই ফোনটির সঙ্গে 4,897 টাকা দামের OTT Play Premium সাবস্ক্রিপ্সহ্ন পাওয়া যাবে, যার মাধ্যমে 19 ওটিটি অ্যাপ উপভোগ করা যাবে।