বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনোর দুটি বাজেট স্মার্টফোন গুগল প্লে কনসোল লিস্টিঙে দেখা গেছে। এই ফোনদুটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে Tecno Spark 20 এবং Tecno Spark Go 2024 নামে বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি, তবে ফোনগুলির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের সার্টিফিকেশন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।
Tecno Spark 20 এর গুগল প্লে কনসোল লিস্টিং
Tecno Spark 20 ফোনটি Google Play কনসোল ডেটাবেসে K5J মডেল নাম্বার সহ দেখা গেছে।
লিস্টিং অনুযায়ী এই ফোনটিতে MT6769V/CZ এর সঙ্গে অক্টাকোর প্রসেসর থাকবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে পাওয়া যাবে মালী জি52 জিপিইউ থাকবে বলে জানা গেছে।
Tecno Spark 20 ফোনে 720×1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড স্ক্রিন থাকতে পারে। এটি 320ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করতে পারে।
এই ফোনে 4GB RAM থাকবে বলে জানা গেছে।
এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।
Tecno Spark Go 2024 এর গুগল প্লে কনসোল লিস্টিং
Tecno Spark Go 2024 ফোনটি BG6 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী Tecno Spark Go 2024 ফোনে অক্টাকোর UniSoC T606 প্রসেসর দেওয়া হতে পারে। এতে মালী G57 GPU দেওয়া হতে পারে।
সার্টিফিকেশন ডিটেইলস অনুযায়ী এই ফোনে 720 × 1612 পিক্সেল রেজলিউশন এবং 320ppi পিক্সেল ডেনসিটি সাপোর্টেড স্ক্রিন থাকতে পারে।
Tecno Spark Go 2024 ফোনটিতে 3GB RAM দেওয়া হতে পারে।
বাজারে এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে সেল করা হতে পারে।
জানিয়ে রাখি স্পার্ক 20 সিরিজে তিনটি স্মার্টফোন পেশ করা হতে পারে। এই সিরিজে Tecno Spark 20C, Tecno Spark 20 এবং Tecno Spark 20 5G নামের তিনটি ফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে Tecno Spark 20C ফোনটি এফসিসি এবং গীকবেঞ্চে আগেই দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।