বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেকনো গ্লোবাল বাজারে তাদের সার্ক 30 সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে Tecno Spark 30 স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটিতে এক্সন্টেটেড ফিচারের সহযোগিতায় 16GB RAM, 256GB স্টোরেজ, 64 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ফোনটি কম বাজেট রেঞ্জে সেল করা হবে। এই ফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 30 স্মার্টফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Tecno Spark 30 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Tecno Spark 30 স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন দেওয়া হয়েছে। একইভাবে ফোনটিতে পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য Tecno Spark 30 4G স্মার্টফোনটিতে MediaTek Helio G91 প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটের সাহায্যে ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যাবে।
স্টোরেজ: ফোনটিতে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া 8GB এক্সন্টেটেড RAM ফিচারের সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার সেটআপ রয়েছে। এই সেটআপে বড়ো সার্কুলার ক্যামেরা কাটআউট সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি অন্য লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 30 ফোনটিতে 18ওয়াট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Tecno Spark 30 স্মার্টফোনটিতে ডুয়েল সিম 4G, ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমস, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি64 রেটিং, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
ওএস: Tecno Spark 30 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
Tecno Spark 30 এর দাম এবং সেল
Tecno Spark 30 স্মার্টফোনটি গ্লোবালি তানজানিয়ায় লঞ্চ করা হয়েছে। এখানে ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি সমস্ত ফিচার সহ লিস্টেড করা হয়েছে। তবে দাম সম্পর্কে জানানো হয়নি। অন্যদিকে ফোনটি অরবিট হোয়াইট এবং অরবিট ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।