টেকনো তাদের Spark সিরিজের অধীনে নতুন 5G ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে আপকামিং ফোনটি Tecno Spark Go 5G নামে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এই বছরের শুরুতে Tecno Spark Go 2 ফোনটি 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 4G কানেক্টিভিটি, 6.67 ইঞ্চির 120Hz ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং IP64 রেটিঙের মতো ফিচার দেওয়া হয়েছিল। এবার এই ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে Spark Go 5G ফোনটি পেশ করা হবে। অনলাইন শপিং সাইট আমাজনে ফোনের মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এর মাধ্যমে ফোনের লঞ্চ ডেট, ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 5G ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া পোস্টারের মাধ্যমে দেখানো হয়েছে আগামী 14 আগস্ট ভারতের বাজারে Tecno Spark Go 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে টিজারের মাধ্যমে আসন্ন ফোনটি তাদের সেগমেন্টের সবচেয়ে স্লিম 5G ফোন হতে চলেছে বলে জানিয়েছে। ফোনটির থিকনেস মাত্র 7.99mm দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটির ওজন 194 গ্রাম হবে বলে জানা গেছে। এই ফোনটি কম ওজন এবং অত্যন্ত পাতলা হওয়ার পরও এতে বড় 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। অর্থাৎ দারুণ ব্যাকআপ পাওয়া যাবে।
আজকের দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ 5G ফোন কিনতে চাইছেন। পরিস্থিতি বুঝে লো-বাজেট ইউজারদের কথা মাথায় রেখে 5G কানেক্টিভিটি এবং বড় ব্যাটারি সহ স্লিম Tecno Spark Go 5G ফোন পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই প্রথম Spark সিরিজের ফোনে 5G সাপোর্ট দেওয়া হবে। আপকামিং ফোনটি বাজারে উপস্থিত রিয়েলমি, ইনফিনিক্স এবং লাভা ব্র্যান্ডের 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আসন্ন ফোনের দাম সম্পর্কে জানানো হয়নি, তবে Tecno Spark Go 5G ফোনটি 10,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে। যারা 4G থেকে 5G কানেক্টিভিটিতে সুইচ করতে চাইছেন, তাদের জন্য এই প্রাইস রেঞ্জে ফোনটি নতুন অপশন হতে চলেছে।
এই ফোনটিতে অফলাইন কলিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। এই ফিচারে মাধ্যমে ইউজাররা সীমিত এরিয়ার মধ্যে ব্লুটুথের মাধ্যমে কল করতে পারবেন। একইসঙ্গে আপকামিং টেকনো ফোনটিতে কোম্পানির Ella AI অ্যাসিস্টেন্স থাকবে। এর মাধ্যমে হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল ও বাংলার মতো বিভিন্ন ভারতীয় ভাষার সাপোর্ট পাওয়া যাবে। তবে AI ফিচার হিসাবে Circle to Search এবং AI Writing Assistant দেওয়া হয়েছে।
জানিয়ে রাখি আগের Spark Go 2 মডেলের তুলনায় নতুন Spark Go 5G ফোনটির ফিচারের ক্ষেত্রে বেশ কিছু আপগ্রেড দেওয়া হতে পারে। আগের মডেলে 4G কানেক্টিভিটি এবং 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অন্যদিকে নতুন ফোনটি 5G কানেক্টিভিটি এবং 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি।
যারা 10,000 টাকার চেয়ে কম দামে 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং স্লিম ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark Go 5G ফোনটি একটি ভালো অপশন হতে চলেছে। তবে ইউজাররা হাই-পারফরমেন্স, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে বা অ্যাডভানস ক্যামেরা সেটআপের ক্ষেত্রে কিছুটা হতাশার সম্মখিন হতে পারে। আপকামিং Tecno Spark Go ফোনটি বাজেট রেঞ্জে 5G ফোন হিসাবে লঞ্চ করা হবে। লঞ্চের পর ফোনটির ফিচার এবং দাম সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। আগামী 14 আগস্ট ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা যাবে।