দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় শুক্রবার দুপুরে ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) নিশ্চিত করেছে।

আইএএফ এক বিবৃতিতে জানায়, ‘দুবাই এয়ার শোতে আজ একটি আকাশি প্রদর্শনের সময় আইএএফ-এর তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন এবং প্রাণ হারান।
ভারতীয় বিমান বাহিনী এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে আছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ে কোর্ট-অব-কোয়ারি গঠন করা হচ্ছে।’
হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) নির্মিত একক-সিটের এই হালকা যুদ্ধবিমান (এলসিএ), স্থানীয় সময় বিকেল প্রায় ২টা ১০ মিনিটে ভূপাতিত হয় বলে প্রত্যক্ষদর্শী ও এনডিটিভির সংগৃহীত ভিডিওগুলোতে দেখা গেছে।
জানা গেছে, নেগেটিভ জি-ফোর্স টার্ন থেকে পাইলট আর ফিরে আসতে পারেননি।
নেগেটিভ জি-ফোর্স হলো এমন একটি বল যা মাধ্যাকর্ষণের বিপরীত দিকে শরীরকে ঠেলে দেয়।
দুবাই এয়ার শো—বিশ্বের বৃহত্তম এভিয়েশন প্রদর্শনীগুলোর একটি—প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়। ইভেন্টটিতে এই সপ্তাহে এমিরেটস ও ফ্লাইদুবাইয়ের বহু-বিলিয়ন ডলারের বিমান অর্ডারসহ বড় বড় ঘোষণা হয়েছে।
এটি দুই বছরেরও কম সময়ে তেজস বিমানের দ্বিতীয় দুর্ঘটনা।
২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে একটি তেজস ভূপাতিত হয়েছিল—২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর এটি ছিল বিমানটির প্রথম দুর্ঘটনা। সে ক্ষেত্রে পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছিলেন।
তেজস একটি ৪.৫-জেনারেশন মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ-রক্ষা, আক্রমণাত্মক আকাশি সহায়তা এবং নিকটস্থ যুদ্ধসহ বিভিন্ন মিশন পরিচালনার জন্য নির্মিত। এটি তার শ্রেণির সবচেয়ে হালকা ও ছোট যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত।
রানওয়ের পাশের দর্শক এনক্লোজারগুলো থেকে উপস্থিত দর্শকরা দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ভিডিওতে দেখা যায়, প্রদর্শনী কসরতের সময় তেজস ধীরে ধীরে উচ্চতা হারাচ্ছে এবং দ্রুত নিচে নামছে। কয়েক সেকেন্ডের মধ্যেই কালো ধোঁয়া উঠতে থাকে এবং উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ও দৌড়াদৌড়ি শুরু হয়।
https://inews.zoombangla.com/?p=3070668&preview=true
ভারতের ফাইটার ফ্লিট আধুনিকায়ন ও বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে তেজস কর্মসূচি চালু হয়। ২০১৬ সালে ‘ফ্লাইং ড্যাগার্স’ নামে পরিচিত ৪৫ নম্বর স্কোয়াড্রন আইএএফ-এ তেজসকে প্রথম অন্তর্ভুক্ত করে।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



