বিনোদন ডেস্ক : সালমান খান সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ের বিপুল জনপ্রিয়তা রয়েছে। ‘বিগ ব্রাদার’এর অনুকরণে তৈরি এই শো দর্শকদের মনোরঞ্জনে কোনও ত্রুটি রাখে না। এই শোয়ের হাত ধরে সিদ্ধার্থ শুক্লা, শেহনাজ গিল, আসিম রিয়াজের মতো তারকারা তাঁদের কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।
এখন ‘বিগ বস’ সিজন ১৬’এর প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। এর মধ্যেই ‘বিগ বস’ সিজন ১৫’এর বিজেতা তেজস্বী প্রকাশকে নিয়ে শোয়ের একটি ‘নোংরা’ সত্যি দর্শকদের মধ্যে ফাঁস হয়ে গিয়েছে।
‘বিগ বস’এর শেষ সম্প্রচারিত সিজনের বিজেতা ছিলেন তেজস্বী। দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা ছিল তাঁর। নিজের মিষ্টি এবং শিশুসুলভ ব্যবহারের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তবে আপনি কি জানেন, এই তেজস্বীই গত বছর ‘বিগ বস’ হাউসে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন? তাঁর সেই প্রেগন্যান্সির কথা জেনে গিয়েছিলেন খোদ সালমান খান!
হ্যাঁ, ঠিকই দেখছেন। ‘বিগ বস’ হাউসে কয়েকশো ক্যামেরা থাকা সত্ত্বেও, এই কাজ করেছিলেন তেজস্বী। এবার একথা সকলের সামনে ফাঁস হয়ে যাওয়ার পর প্রিয় তারকার কাণ্ডে অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরাও। কার সঙ্গে এমন কাণ্ড ঘটালেন ছোট পর্দার ‘নাগিন’? তাঁর গর্ভের সন্তানের পিতা কে ছিল? উঠেছে সেই সব প্রশ্ন।
তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, ‘স্বরাগিনী’ খ্যাত অভিনেত্রী তেজস্বী কিন্তু সত্যি সত্যি গর্ভবতী হয়ে পড়েননি। বরং সালমান খানের নির্দেশ মতো এই কাজ করেছিলেন তিনি। সালমান এবং গোবিন্দা তাঁকে বলেছিলেন, শোয়ের প্রতিযোগী উমর রিয়াজের ওপর একটি ‘প্র্যাঙ্ক’ করতে হবে। সেই মজারই অংশ ছিল তেজস্বীর প্রেগন্যান্ট হওয়ার কথাটি।
তেজস্বী প্রথমে উমরকে বলেছিলেন, তাঁর গ্যাস হয়েছে। যা শুনে পেশায় ডাক্তার উমর হাসতে থাকেন। এরপর সালমান তেজস্বীকে বলতে বলেন, তিনি মা হতে চলেছেন। সঞ্চালকের কথা মতো তেজস্বী উমরকে সেকথা বলেন। যা শুনে হতচকিত হয়ে যান উমর।
অভিনেত্রী তা দেখে বলেন, ‘তোর কি মনে হয়, গ্যাস থেকে কোনও মেয়ে গর্ভবতী হয়ে যেতে পারে?’ একথা শুনে অবাক হয়ে উমর সেখান থেকে বেরিয়ে যান। আসলে, সবটাই সালমান এবং গোবিন্দার প্ল্যান ছিল। আর সেই প্ল্যানকেই বাস্তবায়িত করেছিলেন ‘বিগ বস’ ১৫’এর বিজেতা তেজস্বী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।