Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবে টেলিটক
    Technology News Telecom জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

    বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করবে টেলিটক

    Tarek HasanMarch 26, 20244 Mins Read
    Advertisement

    নিজেদের মধ্যে নেটওয়ার্ক ভাগাভাগি করবে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক ও বেসরকারি অপারেটর বাংলালিংক। এ অপারেটর দুটি যৌথভাবে অ্যাকটিভ শেয়ারিং বা ন্যাশনাল রোমিং সার্ভিস বাস্তবায়নে একটি পাইলট প্রকল্প উদ্বোধনের ঘোষণা দিয়েছে।

    টেলিটক

    আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    পরীক্ষামূলক ফিল্ড ট্রায়াল সফলভাবে শেষ করার পর দুই মাস মেয়াদি এ জাতীয় রোমিংয়ের পাইলট প্রকল্পে নির্বাচিত দুই হাজার টেলিটক পোস্ট-পেইড ও প্রি-পেইড গ্রাহকরা বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল, এসএমএস ও ফোর-জি ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। এটি সফল হলে বাংলালিংক ও টেলিটক দেশব্যাপী বাণিজ্যিক ভিত্তিতে অ্যাকটিভ শেয়ারিং চালু করবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এটিই দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি অপারেটরের মধ্যে নেটওয়ার্ক অবকাঠামো ভাগাভাগি।

    এ ব্যবস্থা চালু হলে যেখানে টেলিটকের নেটওয়ার্ক নেই এমন জায়গায় টেলিটকের গ্রাহকরা বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। অন্যদিকে যেখানে বাংলালিংকের নেটওয়ার্ক নেই সেখানে বাংলালিংকের গ্রাহকরা টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় বলেন সরকার ব্যবসা করবে না, কিন্তু ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে দেবে। সেই কারণে আজকে আমরা সারা বিশ্বের এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে যে শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর সাফল্য আমাদের সামনে আছে, সেটা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশে আমরা ন্যাশনাল রোমিংটা ইন্ট্রোডিউস করছি।’

    তিনি বলেন, ‘ন্যাশনাল রোমিং সিম্পল। আপনারা যারা বিদেশে গিয়েছেন যদি কারও বাংলালিংক সিম থাকে, আপনি যখন ভারতে গেলেন সিঙ্গাপুরে গেলেন কিংবা ইউরোপে গেলেন সে দেশে তো বাংলালিংকের নেটওয়ার্ক নেই, কিন্তু ওই দেশের কোনো একটা লোকাল নেটওয়ার্কের বাংলালিংকের নেটওয়ার্কের সঙ্গে রোমিং হলে আপনি ব্যবহার করতে পারছেন। একই রকমভাবে আমরা খেয়াল করে দেখলাম, এখন যদি গ্রামীণফোন, রবি, বাংলালিংকের সঙ্গে আমাদের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটককে প্রতিযোগিতায় রাখতে চাই, তাহলে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা আজকেই বিনিয়োগ করতে হবে।’

    জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলালিংকের টাওয়ার আছে ১৪ হাজার, আমাদের (টেলিটক) টাওয়ার আছে ৬ হাজার। বাংলাদেশের যেখানেই যাই সেখানে আমরা বাংলালিংকের নেটওয়ার্কের ফোরজি ব্যবহার করতে পারছি, ভয়েস কল করতে পারছি, এসএমএস দিতে পারছি। কিন্তু টেলিটক সিম নিয়ে কোথাও গেলে ফোরজি, কোথাও থ্রিজি বা টুজি আবার কোথাও ইন্টারনেটই নেই। আবার কোনো কোনো জায়গায় নেটওয়ার্কও নেই। কোথাও এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে টেলিটকের টাওয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ব্যাটারি ব্যাকআপ নেই। এমন অসংখ্য সমস্যায় জর্জরিত টেলিটক। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সমাধানের পথ কী? সমাধানের পথ খুব সহজ।’

    তিনি বলেন, ‘আমাদের টেলিটকের ৬ হাজার টাওয়ার ও বাংলালিংকের ১৪ হাজার টাওয়ার। সুন্দরবনে টেলিটকের টাওয়ার রয়েছে। বাংলালিংকের সিম যাদের রয়েছে তারাও কিন্তু সুন্দরবনে গিয়ে সুবিধাটা পাবেন। টেলিটকের যে ৬ হাজার টাওয়ার আছে সেই সুবিধাটা বাংলালিংকের গ্রাহকরা পাবেন। আমার বাংলালিংকের ১৪ হাজার টাওয়ারের সুবিধাও টেলিটকের গ্রাহকরা পাবেন।’

    প্রতিমন্ত্রী বলেন, ‘গত এক মাস ধরে ২০ থেকে ৩০টি সিম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। সব জায়গায় আমাদের অভিজ্ঞতাটা ভালো। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে টেলিটক ব্যবহারকারী দুই হাজার জন নির্বাচিত করেছি। যারা রেগুলার ইউজার এবং যারা বেশি ভয়েস কল এবং ইন্টারনেট ব্যবহার করেন, যাদের থেকে আমাদের রেভিনিউ বেশি হয়। ওয়েটিং লিস্টে আরও আট হাজার গ্রাহক আছেন। এটা আমরা এক মাস পর আবার দেবো। প্রযুক্তিগত পরীক্ষা শেষে আমরা সম্পূর্ণভাবে ন্যাশনাল রোমিংটা উন্মুক্ত করে দেব।’

    বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘টেলিটকের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের প্রথমবারের মতো অ্যাকটিভ শেয়ারিং বাস্তবায়ন করা বাংলালিংকের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এই চুক্তির ফলে টেলিটকের গ্রাহকরা দেশব্যাপী বাংলালিংকের দ্রুতগতির মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হবেন। সম্প্রতি সারাদেশে আমরা আমাদের মোবাইল নেটওয়ার্ক কভারেজ দ্বিগুণ করেছি, যার সুফলও গ্রাহকরা উপভোগ করতে পারবেন।’

    মোরগের ডাকে বিরক্ত সাবেক সরকারি কর্মকর্তা!

    টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম হাবিবুর রহমান বলেন, ‘অ্যাকটিভ শেয়ারিংয়ের (রোমিং) পাইলট প্রকল্প চালু হওয়া বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি অন্যতম অর্জন। গ্রাহকদের মানসম্মত সেবাদানে টেলিটক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলালিংক-এর সাথে এই চুক্তি গ্রাহকদের সেবার মান বাড়াতে সহায়তা করবে, যা গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

    অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘জাতীয় news technology telecom করবে: টেলিটক নেটওয়ার্ক প্রযুক্তি বাংলালিংকের বিজ্ঞান ব্যবহার
    Related Posts
    Police

    জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

    September 6, 2025
    Biman Bondor

    যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে

    September 6, 2025
    Mobile

    Marlex Star : লিনেক্স ইলেক্ট্রনিক্স বাজারে আনলো নতুন ফিচার ফোন

    September 6, 2025
    সর্বশেষ খবর
    Police

    জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ

    কোমরের নিচে টোল

    কোমরের নিচে এইরকম টোল সাদৃশ্য চিহ্ন রয়েছে? তাহলে যা ঘটবে আপনার সঙ্গে

    the duchess of kent cause of death

    Duchess of Kent Dies at 92: A Royal Life of Music and Consoling Wimbledon Losers

    Federal Raid at Hyundai Georgia Plant Detains 450 Undocumented Workers

    Federal Agents Detain 450 in Major Immigration Raid at Hyundai Georgia Plant

    ওয়েব সিরিজ

    রোমান্স ও নাটকীয়তার মিশেলে নতুন ওয়েব সিরিজ, একা দেখার জন্য সেরা!

    wordle hint

    Wordle Hints and Answer for September 6: Puzzle #1540 Solved

    NYT Connections Hints

    NYT Connections Hints and Answers for September 6, 2025: Puzzle #818

    NYT Strands Hints

    NYT Strands Hints and Answers for September 6: Puzzle #552 Explained

    Biman Bondor

    যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩০ বাংলাদেশিকে

    powerball

    Powerball Jackpot Climbs to $1.8 Billion as Florida Player Wins $1 Million

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.