আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন এক ভারতের এক নারী। সেই অসুখ থেকে মুক্তি পেতে তাকে এক তান্ত্রিকের কাছে নিয়ে যান স্বামী।
অভিযোগ, রোগ সারিয়ে তুলতে তান্ত্রিক তখন দম্পতির শিশুসন্তানকে বলি দেওয়ার পরামর্শ দেন। তান্ত্রিকের পরামর্শ মেনে নিজের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে ওই দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।
প্রতিবেশীদের দাবি, কয়েক দিন ধরেই শিশুটির কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ওই দম্পতিকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করায় তারা এড়িয়ে যাচ্ছিলেন। আর তাতেই সন্দেহ হয়। তারা দম্পতিকে জেরা মধ্যে রাখেন। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই আসল বিষয়টি প্রকাশ্যে আসে।
পুলিশ সূত্রে খবর, শিশুটির মা অনেক দিন ধরেই অসুস্থ। রোগ থেকে স্ত্রীকে মুক্তি দিতে তান্ত্রিকের সঙ্গে যোগোযাগ করেন স্বামী। অভিযোগ, তখন তান্ত্রিক পরামর্শ দেন এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের সন্তানকে বলি দিতে হবে। অভিযোগ, তার পরই ওই দম্পতি সন্তানকে খুন করে কাছেরই একটি জঙ্গলে দেহ পুঁতে দিয়ে আসেন। তার পরই ওই দম্পতিকে নিয়ে গিয়ে জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দম্পতিকে। তান্ত্রিকেও খুঁজছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।