ভারতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপপ্রবাহ বইছে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সেখানে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিন দিল্লির তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।

আবহাওয়া দপ্তরেরর পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন ভারতের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। তিন দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে সর্বাধিক তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও ওড়িশায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলোর তাপমাত্রা ৪৫ ডিগ্রির আপশাপে।

পাঁচ রাজ্য ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা-চন্ডিগড়, দিল্লি, মধ্য প্রদেশ, ভিদর্ভা, ছত্তিশগড়, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও গুজরাটে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এবার বিএসএফের উপর ক্ষেপলেন মমতা