ফ্রেঞ্চ ওপেন মানেই নাদালের জয় জয়কার। রোলাঁ গোরায় নাদালকে হারানো মানে অবিশ্বাস্য কিছু করে ফেলা। ১৩ বারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নকে তো আর হারানো চাট্টে খানি ব্যাপার নয়। গতকাল এই আসরের সেমিফাইনালে নাদালের সঙ্গে চোখে চোখ রাঙিয়ে লড়াই করছিল তৃতীয় বাছাই আলেজান্দার জেরেভ।
কিন্তু দ্বিতীয় সেট শেষ হওয়ার আগেই পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে কাঁদতে কাঁদতে প্রথমে কোর্ট ছাড়েন জেরেভ। পরে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা যায় তাঁকে।
পুরোটা সময়ই জেরেভের পাশে ছিলেন নাদাল। প্রতিপক্ষের এমন চোট কাঁদিয়েছে নাদালকেও। ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালও হয়তো এভাবে ফাইনালে যেতে চায়নি। জেরেভের চোট নিয়ে নাদাল বলেছেন,’প্রতিটি মানুষই এমন অবস্থায় কাউকে দেখলে তাঁর খারাপ লাগবে। কোর্টের কোনও ত্রুটির কারণে চোট পাননি জেরেভ। এটা নিছকই দুর্ঘটনা। সেমিফাইনালে জেরেভ যে তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন সে কথা স্বীকার করে নেন রাফা। তিনি প্রার্থনা করছেন, জেরেভের চোট যেন গুরুতর না হয়। ‘
নাদাল যেভাবে সমবেদনা, সহানুভূতি জানিয়েছেন জেরেভের প্রতি তার প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। টুইটারে নাদাল ও জেরেভের ছবি শেয়ার করে টেন্ডুলকার লিখেছেন,’নাদালের দেখানো নম্রতা এবং উদ্বেগই তাকে বিশেষ করে তুলেছে। ‘ ৫জুন ১৪তম বারের মত ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলতে নামবেন নাদাল, প্রতিপক্ষ ক্যাস্পার রুড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।