বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোনগুলো এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়। স্মার্টফোন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সাধারণ মানুষের কল্পনারও বাইরে। অ্যাপল, স্যামসাংসহ অনেক স্মার্টফোন কোম্পানি এই প্রযুক্তিকে দ্রুত পরিবর্তন করে দিচ্ছে। সম্প্রতি স্পেস-এক্স এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক একটি সুপার স্মার্টফোনের ঘোষণা দিয়েছেন।
Table of Contents
ইলন মাস্কের আলোচিত সেই সম্ভাব্য মোবাইল ফোনটির নাম হতে পারে টেসলা ফোন পিআই। ইলন মাস্কের এই ফোন হয়তো স্মার্টফোনের ডেফিনিশনই পরিবর্তন করে দিবে। হয়তো Tesla PI Phone মানুষের দৈনন্দিন জীবনে আরও অনেক বেশি কাজে লাগবে।
টেসলা ফোন পিআই এর ডিসপ্লে যেমন হতে পারে
টেসলা ফোন পি আই মোবাইলটিতে দেওয়া হবে ৬.৬ ইঞ্চি বিশিষ্ট এল টি পি ও ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হবে ১৪৪০X৩১১০ পিক্সেল। এর পি পি আই ডেনসিটি হবে ৫৭৫। উক্ত ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্জ।
Tesla PI Phone এর বডি সম্ভাব্য ফিচার
এই মোবাইলটির ফ্রেম হবে স্টেইনলেস স্টীল এবং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর নিরাপত্তা দেওয়া হবে। Tesla PI Phone মোবাইলটির থিকনেস হবে ৮.১ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২২০-২৩০ গ্রাম।
টেসলা ফোন পিআই এর সম্ভাব্য হার্ডওয়্যার
টেসলা ফোন পি আই ফোনটির চিপসেট দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮৯৮ যা এর আগে কখনো ব্যাবহার করা হয়নি। উক্ত ফোনটির সাথে দেওয়া হবে ১৬ জিবি র্যাম এবং ২৫৬/৫১২ জিবি/ ১ টিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট ৩.২ দেওয়া হবে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.১ সহ যাবতীয় সুবিধা। Tesla PI Phone মোবাইলটিতে দেওয়া হবে ৪,৯৫০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হবে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ। এই মোবাইলটির বিশেষ কিছু গুণ রয়েছে যেমন সোলার চার্জ সিস্টেম যা যেকোন রোদ থেকে চার্জ হবে এবং সময় নিবে মাত্র ৩০ মিনিট। এখানে আরো দেওয়া হবে স্টারলিংক যা পৃথিবীর যেকোন প্রান্ত থেকে স্যাটেলাইট এর মাধ্যমে নেটওয়ার্ক পাবে। ডাউনলোড এর স্পীড হবে সেখান থেকে ২১০ মেগাবাইট/ সেকেন্ড। আরেকটি আশ্চর্যজনক বিষয়টি হল এখানে দেওয়া হবে নিউরোলিংক সিস্টেম যা ভাবলেই কাজ হয়ে যাবে যেমন ইউটিউব এর কথা ভাবলেই ইউটিউবে চলে যাবে। এরকম আরো বহুরকম ফিচার সংযুক্তি হচ্ছে ফোনটিতে।
Tesla PI Phone এর ক্যামেরাতে থাকতে পারে চমক
টেসলা ফোন পি আই তে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হবে ৮কে ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটির মূল্য নিয়ে এখনো তেমন কিছু জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।