সাশ্রয়ী মূল্যের গাড়ি তৈরির পরিকল্পনা টেসলার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জার্মানির বার্লিনে অবস্থিত একটি কারখানায় মাত্র ২৫ হাজার ইউরো মূল্যের গাড়ি উৎপাদন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

সোমবার (৬ নভেম্বর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে ঠিক কবে নাগাদ এই কারখানায় কমমূল্যের এই গাড়ি উৎপাদন শুরু হবে তা জানায়নি সূত্রটি।

এ বিষয়ে জানতে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) গ্রুয়েনহাইড প্ল্যান্ট পরিদর্শনে গিয়েছেন ইলন মাস্ক। এসময় তাকে কর্মীদের ধন্যবাদ জানাতে দেখা যায়।

সূত্র জানিয়েছে, পরিদর্শনকালে বৈঠকে ইলন মাস্ক সেই কারখানায় ২৫ হাজার ইউরোর (২৬ হাজার ৮৩৮ ডলার) বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনার কথা কর্মীদের জানিয়েছেন।

উল্লেখ্য, জার্মান প্ল্যান্টে বর্তমানে মডেল ওয়াই গাড়ি উৎপাদন করে টেসলা। যা ইউরোপের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত বৈদ্যুতিক যানবাহন বা ইভি।

দীর্ঘদিন ধরেই আরও সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা করছিলেন ইলন মাস্ক। কিস্তু ২০২২ সালে তিনি জানিয়েছিলেন, এখনও সাশ্রয়ে গাড়ি বানানোর প্রযুক্তি আয়ত্ত করা যায়নি এবং তখন তিনি সেই পরিকল্পনাটি বাতিল করে দেন।

সেপ্টেম্বর মাসে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল যে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি কম খরচের গাড়ি উৎপাদনের পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে।

এছাড়া জার্মান প্ল্যান্টে গাড়ি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা। তারা এই প্ল্যান্টের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ বাড়িয়ে বছরে ১ মিলিয়নে উন্নীত করতে চায়। তবে চলতি বছরের মার্চে তারা জানিয়েছিল, এই কারখানায় বছরে ৫ হাজার গাড়ি উৎপাদন করা হয়। বার্ষিক হিসাবে যা প্রায় ২ লাখ ৫০ হাজার। তবে এরপরে গাড়ি উৎপাদন নিয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।