বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি জায়ান্ট টেসলা সম্প্রতি চীনে সম্পূর্ণ নতুন ধরনের দোকান (কনসেপ্ট স্টোর) চালু করেছে, যেখানে মাত্র ৪৫ সেকেন্ডে একটি আস্ত গাড়ী বানিয়ে ফেলা সম্ভব। নতুন এই স্টোরের নাম দেওয়া হয়েছে ‘গিগা ল্যাব’। সূত্র: সিঙ্গুলারিটি হাব
গত বছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মোট বিক্রিত গাড়ির মধ্যে ৬০ শতাংশ বৈদ্যুতিক গাড়িই বিক্রি হয়েছে চীনে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ির বাজার এখন দেশটি, তাই টেসলা দ্রুত বর্ধনশীল এই বাজারের চাহিদা মেটাতে ‘গিগা ল্যাব’এর মতো প্রজেক্ট হাতে নিচ্ছে।
সাধারণত টেসলার কারখানাগুলোতে একটি ওয়াই মডেলের ক্রসওভার ইলেকট্রিক গাড়ি প্রস্তুত করতে সময় লেগে যায় আড়াই ঘন্টা। সেখানে এক মিনিটেরও কম সময়ে গাড়ি নির্মাণ করার খবর বেশ আলোড়ন সৃষ্টি করেছে প্রযুক্তি দুনিয়ায়।
নতুন প্রযুক্তির এই স্টোরটি স্থাপন করা হয়েছে চীনের চেংদুতে। শহরটি সাংহাই থেকে ১ হাজার কি.মি পশ্চিমে। অত্যাধুনিক এই স্টোরটি সাংহাই গিগাফ্যাক্টরির আদলে তৈরী করা হয়েছে বলে শনিবার টেসলা এশিয়ার টুইটারে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।