ভারতে বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে টেসলা, দাম থাকছে নাগালেই!

বৈদ্যুতিক গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কারখানা তৈরি করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা। ইতোমধ্যে এ নিয়ে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

বৈদ্যুতিক গাড়ি

এতে বলা হয়, ভারতে টেসলার কারখানা হলে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির দাম অনেক কমে যাবে। পাশাপাশি প্রচুর লোকের কর্মসংস্থান হবে। এছাড়া আগামী দিনে সেখানে কারখানা গড়ার উৎসাহ পাবে আরও বিদেশি প্রতিষ্ঠান।

ভারতে বার্ষিক ৫ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনের পরিকল্পনা করছে টেসলা। দেশটিতে ইভি তৈরি করলে শুল্ক ছাড় পাবে তারা। সেই সঙ্গে সেখানে কর্মীদের অন্যান্য দেশের তুলনায় কম বেতন দিতে পারবে তারা।

ফলে বৈদ্যুতিক গাড়ির দাম কমে যাবে। ২০ লাখ রুপিতেই তা পাওয়া যাবে। বর্তমানে যা ৩০ লাখ রুপিরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, ২০ লাখ টাকার গাড়ি সবার সাধ্যের মধ্যে নয়। তবে তা ভারতে ইভি তৈরির পরিবেশ আরও বেগবান করবে।

গত মে’তে ভারতে কারখানা নির্মাণের বিষয়ে আগ্রহ প্রকাশ করে টেসলা। একে রপ্তানি কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে তারা। এখান থেকে চীনের কারখানায় গাড়ির যন্ত্রাংশ রপ্তানির চিন্তা করছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানটি।

টেসলার পরিকল্পনাকে উচ্চাভিলাষী বলে বর্ণনা করেছে ভারত। একইসঙ্গে স্থানীয় উৎপাদন ও রপ্তানির বিষয়টি বিবেচনা করে ইতিবাচক ফলাফলের প্রতি আস্থা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ।

গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের দ্রুততম বর্ধমান বাজারে সরাসরি প্রবেশ করবে টেসলা। তাদের মতো কোম্পানিগুলো ধীরে ধীরে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। লকডাউনে সেই ঝুঁকি টের পেয়েছে তারা।

তাছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক ভালো নয়। ফলে ভারতের দিকে ঝুঁকছে বিশ্বের বড় কোম্পানিগুলো। আর এ সুযোগ কাজে লাগাতে বিভিন্ন সুযোগ-সুবিধা, কর ছাড় দিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বিশ্বসেরা মিষ্টি খাবারের তালিকায় ভারতীয় তিন ডেজার্ট

টেসলা ভারতে গাড়ি বানালে দাম কমবে। আগের তুলনায় বেশি ইভির দেখা যাবে রাস্তায়। দেশটিতে কর্মসংস্থান বাড়বে। অদূর ভবিষ্যতে আরও বড় প্রতিষ্ঠান সেখানে আসবে।