বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) মার্কিন কোম্পানি টেসলাকে টপকে প্রথমবারের মতো শীর্ষ বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। বিশেজ্ঞরা বলছেন, গত বছর বিবেচনায় এ সাফল্য বৈশ্বিক বিদ্যুৎচালিত গাড়ির বাজারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সিএনবিসির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে বিওয়াইডি জানায়, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।
প্রতিবেদন প্রকাশের টেসলা জানিয়েছে, ২০২৫ সালে তারা ১৬ লাখ ৪০ হাজার গাড়ি বৈশ্বিক বাজারে বিক্রি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ কম। এছাড়া ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক বাজারে টেসলার ইভি সরবরাহ কমেছে ১৬ শতাংশ।
সিএনবিসি জানিয়েছে যে, বার্ষিক ডেলিভারিতে এটিই প্রথমবারের মতো কমে এসেছে। যার ইভি বাজার মূলত নিজস্ব ছিল, এখন তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে, বিশেষ করে হুন্ডাই এবং চীনের বিওয়াইডি থেকে।
বিশ্লেষকদের মতে, এ রেকর্ড চীনা কোম্পানিটির জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ ২০১১ সালে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে টেসলার (সিইও) প্রধান নির্বাহী ইলোন মাস্ক বিওয়াইডিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গুরুত্ব না দিয়ে প্রকাশ্যে তাচ্ছিল্য করেছিলেন।
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে টেসলার শেয়ারদর আবারও ঘুরে দাঁড়িয়েছে। গত মাসে শেয়ারদর ৪৮৯ দশমিক ৮৮ ডলারে পৌঁছে, যা সর্বকালের সর্বোচ্চ ক্লোজিং রেকর্ড। টেক্সাসে চালকবিহীন গাড়ি পরীক্ষার ঘোষণার পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ার নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


