টেসলার শেয়ারহোল্ডাররা একটি নতুন প্রস্তাবনায় সম্মতি দিলে, ইলন মাস্ক হতে পারেন ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার। প্রস্তাবিত শেয়ার প্যাকেজ অনুযায়ী নির্ধারিত আর্থিক লক্ষ্যমাত্রা পূরণ হলে, মাস্কের হাতে তুলে দেওয়া হবে ৪২৩.৭ মিলিয়ন নতুন টেসলা শেয়ার। বর্তমান শেয়ারের দরে যার মূল্য প্রায় ১৪৩.৫ বিলিয়ন ডলার।
তবে এই বিশাল অঙ্কের শেয়ার পেতে হলে টেসলার বাজারমূল্য আগামী বছরগুলোতে ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ১.১ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বে সবচেয়ে মূল্যবান কোম্পানি এনভিডিয়ার তুলনায় অনেক কম। এনভিডিয়ার বর্তমান বাজারমূল্য প্রায় ৪.১৭ ট্রিলিয়ন ডলার।
শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নথিতে টেসলা জানিয়েছে, মাস্কের এই শেয়ার পরিকল্পনার পাশাপাশি এক্সএআই নামের তার মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানেও বিনিয়োগের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, মাস্ক ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে সেটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। এক্সএআই-ও বর্তমানে এক্স-এর অন্তর্ভুক্ত।
সিএনএনের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের হাতে টেসলার ৪১০ মিলিয়ন শেয়ার রয়েছে, যার বাজারমূল্য ১৩৯ বিলিয়ন ডলার। স্পেসএক্স, এক্সএআইসহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৮ বিলিয়ন ডলার—যা তাঁকে বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসিয়েছে।
এর আগে ২০১৮ সালে টেসলার দেওয়া আরেকটি বিশাল শেয়ার প্যাকেজ মার্কিন আদালত অবৈধ ঘোষণা করে বাতিল করেছিল। তা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের বড় একটি অংশ বারবার মাস্কের প্রতি আস্থা রেখেছে। বর্তমানে মাস্ক টেসলার প্রায় ১৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে রেখেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে টেসলার শেয়ারমূল্য দ্বিগুণ হয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছালেও রাজনৈতিক বিতর্ক, শ্রমিক আন্দোলন ও বিক্রিতে ধস নামায় শেয়ার দর পড়ে যায়। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে, তবে এখনো আগের শিখর থেকে প্রায় ২৬ শতাংশ নিচে।
মাস্কের দাবি, ভবিষ্যতের আয় আসবে স্বচালিত গাড়ি, রোবোট্যাক্সি সেবা ও মানবাকৃতির রোবট থেকে—যা তিনি বলছেন, বর্তমান গাড়ি ব্যবসাকে ছাড়িয়ে যাবে। যদিও এসব প্রকল্প এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে।
এদিকে নতুন প্রস্তাব ঘোষণার পর প্রি-মার্কেট ট্রেডিংয়ে টেসলার শেয়ারের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।