খেলাধুলা ডেস্ক : নয় হাজার রানের মাইলফলক অর্জন করলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
৮ হাজার ৮৮১ রান নিয়ে ক্রাইস্টচার্চে মাঠে নেমেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পেরিয়ে যেতে তার দরকার ছিল ১১৯ রান।
প্রথম ইনিংসে ৯৩ রান করে উইলিয়ামসন খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেই তার অপেক্ষা ফুরায়। ৬১ রান করার পথে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পেরিয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান।
রান সংখ্যায় কিউই ব্যাটসম্যানদের মধ্যে এমনিতেই শীর্ষে ছিলেন উইলিয়ামসন। অবসরে যাওয়া রস টেলর নিউজিল্যান্ডের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭ হাজার ৬৮৩ রান করেছেন।
সেঞ্চুরিতেও উইলিয়ামসন সবার চেয়ে এগিয়ে। ৩২ সেঞ্চুরি আছে তার নামের পাশে। সব মিলিয়ে উইলিয়ামসনের রান ৯ হাজার ৩৫। ব্যাটিং গড় ৫৪.৭৫। ৩২ সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৩৭টি।
এলিট ক্লাবে উইলিয়ামসনের অন্তর্ভুক্তিতে সংখ্যাটা দাঁড়াল উনিশে। সবশেষ এই ক্লাবে প্রবেশ করেছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। নয় হাজার রান পেরিয়ে যেতে উইলিয়ামসের লাগল ১৮২ ইনিংস। তার চেয়ে দশ ইনিংস কম খেলে এই ক্লাবে দ্রুততম পৌঁছানোর রেকর্ডটি দখলে রেখেছেন কুমার সাঙ্গাকারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।