বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামীর পৃথিবী বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই! ব্যাপারটা আর ভবিষ্যতের কাছে গচ্ছিত নেই। বরং তা বাস্তবে রূপান্তরিত হয়ে চলেছে দ্রুত। বছরখানেক ধরে চ্যাটজিপিটি নিয়ে বিস্ময়ের অবধি নেই। এবার ওপেনএআই নিয়ে এল আর এক আশ্চর্য এআই মডেল। নাম যার সোরা। কয়েক মিনিটেই অল্প পরিমাণ টেক্সট থেকে চোখধাঁধানো ভিডিও বানিয়ে দেবে সে!
কিভাবে কাজ করবে এই এআই? খোদ ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে তার হাতেগরম নমুনা পেশ করেছেন। তিনি নেটিজেনদের কাছে আহ্বান জানান, নানা টেক্সট লিখে পাঠাতে। পরে সেখান থেকেই সোরা বানিয়ে দেয় ভিডিও। আর সেই ভিডিও এত আশ্চর্য, মনে হবে তা নিখাদ বাস্তব!
ওপেনএআই জানিয়েছে, সোরা এমন ভিডিও বানিয়ে দেবে যেখানে বহু চরিত্রকে দেখা যাবে। জটিল প্রেক্ষাপটও তৈরি করা যাবে অনায়াসে। এবং সবচেয়ে বড় কথা, কোথাও বোঝাই যাবে না এই ভিডিও আসলে এআই তৈরি করে দিয়েছে।
আর এখানেই তৈরি হয়েছে আশঙ্কা! কেবল মাত্র একটা-দুটো বাক্য থেকেই একটা গোটা ভিডিও তৈরি হলে তা থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোনো ধরনের প্রতারণার ঘটনা ঘটবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।
সূত্র : সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।