আন্তর্জাতিক ডেস্ক : পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৯৩টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা দিয়েছে থাইল্যান্ড। সোমবার (১৫ জুলাই) থেকে কার্যকর হওয়া নতুন প্রকল্পের অধীনে দর্শনার্থীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ৬০ দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে, ৫৭টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পেত থাইল্যান্ডে।
পর্যটন শিল্প থাই অর্থনীতির মূল স্তম্ভ। তবে করোনা মহামারির পর এটি তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি।
সরকারী তথ্য অনুসারে, থাইল্যান্ডে ২০২৪ সালের প্রথম ছয় মাসে ১৭.৫ মিলিয়ন বিদেশী পর্যটক ভ্রমণ করেছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি। তবে মহামারির আগে এই সংখ্যা ছিল আরও বেশি।
চীন, মালয়েশিয়া ও ভারত থেকেই বেশি দর্শনার্থী আসে থাইল্যান্ডে।
লাখ লাখ পর্যটক প্রতি বছর থাইল্যান্ডে সোনার মন্দির, সাদা বালির সৈকত, মনোরম পর্বত এবং প্রাণবন্ত রাতের জীবন উপভোগ করার জন্য ছুটে আসেন।
এছাড়াও সোমবার, থাইল্যান্ড দূরের কর্মীদের জন্য একটি নতুন পাঁচ বছরের ভিসা চালু করেছে, যা তাদেরকে প্রতি বছর ১৮০ দিন পর্যন্ত থাকার অনুমতি দেবে।
এছাড়া স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জনকারী বিদেশী শিক্ষার্থীদেরও চাকরি বা ভ্রমণের জন্য স্নাতকের পরে এক বছর থাকার অনুমতি দেবে থাইল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।